For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলপিজির ভর্তুকি কি এবার বন্ধ হতে চলেছে? জেনে নিন মোদী সরকারের নতুন পরিকল্পনা

এলপিজি (lpg) গ্রাহকদের জন্য সুখবর। বেসরকারিকরণের মুখে দাঁড়িয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (bpcl)। এই সংস্থার এলপিজি গ্রাহকদের মধ্যে ভর্তুকি (subsidy) পাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। জ

  • |
Google Oneindia Bengali News

এলপিজি (lpg) গ্রাহকদের জন্য সুখবর। বেসরকারিকরণের মুখে দাঁড়িয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (bpcl)। এই সংস্থার এলপিজি গ্রাহকদের মধ্যে ভর্তুকি (subsidy) পাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। জানা গিয়েছে, ভর্তুকি দেওয়ার জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি তৈরি করা হয়েছে। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।

সরকারের বক্তব্য

সরকারের বক্তব্য

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা বিপিসিএল-এর বিক্রি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, তাঁদের ভর্তুকি পেতে যাতে কোনও অসুবিধা না হয়। এই প্রক্রিয়াটি ধারাবাহিক। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার বিপিসিএল-এর বেসরকারিকরণের পরেও এলপিজি গ্রাহকদের কাছে ভর্তুকি পৌঁছে দিতে পারবে।

বিপিসিএল-এর বেসরকারিকরণ

বিপিসিএল-এর বেসরকারিকরণ

রাষ্ট্রয়ত্ত সংস্থা বিপিসিএলে সরকারের অংশিদায়িত্ব রয়েছে ৫২.৯৭ শতাংশ। এই অংশ সরকার বিক্রি করতে চলেছে। সংস্থার বেসরকারি করণের পরে সংস্থার গ্রাহকদের ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস প্রকল্প কীভাবে তলবে না নিয়ে বিশেষ করে গ্রাহকদের মধ্যে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। আশঙ্কাও তৈরি হয়েছিল। অন্যদিকে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল, যদি এই ভর্তুকি তাদের দিতে হয়, তাহলে বিপিসিএল-এর বিক্রয়মূল্য সংশোধন করতে হবে।
সরকার প্রবর্তিত নতুন নিয়েম বিপিসিএল বিক্রির পরেও এলজিপি গ্রাহকদের কাছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পৌঁছে যাবে। সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বর্তমান ব্যবস্থার মতোই গ্রাহকরা ভর্তুকি পেতে থাকবেন।

 নতুন প্ল্যাটফর্মে কী আছে

নতুন প্ল্যাটফর্মে কী আছে

এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদাভাবে ভর্তুকি যুক্ত এলপিজি পৌঁছে দেওয়ার কাজ করা হবে। এই নতুন প্ল্যাটফর্মে সুবিধাভোগীদের চিহ্নিতকরণ এবং ভর্তুকি স্থানান্তর করা যাবে। রিলায়েন্স, নায়রা এনার্জির মতো বেসরকারি তেল সংস্থাগুলিকে সরকার এলপিজির জন্য কোনও ভর্তুকি দেয় না। এই পরিস্থিতিতে যদি সংস্থাগুলি এলপিজি সিলিন্ডার বিক্রি করে, তাহলে তা বাজার মূল্যে করতে হবে।

বিপিসিএল-এক জন্য নিলাম

বিপিসিএল-এক জন্য নিলাম

বর্তমান আর্থিক বছর ২০২১-২২-এর জন্য সরকার পেট্রোলিয়ামে ভর্তুকি হিসেবে ১২,৯৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এর আগে আর্থিক বছরে এই বরাদ্দ ছিল ৪০ হাজার কোটি টাকা। বিপিসিএল-এর ব্যাপারে সরকার খুব তাড়াতাড়ি বিনিয়োগকারীদের কাছ থেকে দরপত্র আহ্বান করতে চলেছে। বেদান্ত গ্রুপ ছাড়াও দুটি আমেরিকান ফান্ড- অ্যাপোলো গ্লোবাল এবং আই এস ক্যাপিটাল বিপিসিএল-এর জন্য তাদের আগ্রহপত্র জমা দিয়েছে। চলতি আর্থিক বছরের মধ্যেই সরকার এই সংস্থার বিলগ্নিকরণ প্রক্রিয়া শেষ করতে চায়। তবে তা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবার কলকাতাতেও খুলতে পারে সুপ্রিম কোর্টের শাখা! কোন আবেদন জানালেন হাইকোর্টের বিচারপতিএবার কলকাতাতেও খুলতে পারে সুপ্রিম কোর্টের শাখা! কোন আবেদন জানালেন হাইকোর্টের বিচারপতি

English summary
Modi government has allayed consumers' fears about how to get subsidized cooking gas after privatization of BPCL by creating a special platform.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X