For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিং, সেবির স্ক্যানারে রাকেশ ঝুনঝুনওয়ালা

সেবির স্ক্যানারে শেয়ার বাজারে বহু কোটির বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। এডুকেশন ফার্ম অ্যাপটেকের ইনসাইডার ট্রেডিং-এর জন্য চতিনি স্ক্যানারে বলে জানা গিয়েছে। ২০১৬ সালে এই ঘটনা ঘটে।

  • |
Google Oneindia Bengali News

সেবির স্ক্যানারে শেয়ার বাজারে বহু কোটির বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। এডুকেশন ফার্ম অ্যাপটেকের ইনসাইডার ট্রেডিং-এর জন্য চতিনি স্ক্যানারে বলে জানা গিয়েছে। ২০১৬ সালে এই ঘটনা ঘটে। প্রসঙ্গত ঝুনঝুনওয়ালা এবং তাঁর পরিবার অ্যাপটেকের বেশিরভাগ শেয়ারের মালিক।

শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিং, সেবির স্ক্যানারে রাকেশ ঝুনঝুনওয়ালা

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেবির তরফ থেকে ২০১৬-র ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যের সময়ের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে এই কাজ করা হয়েছিল।

জানা গিয়েছে, সেবি পরিবারের অন্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখছে। তালিকায় রয়েছেন, রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী এবং ভাই, রেখা ঝুনঝুনওয়ালা এবং রাজেশকুমার ঝুনঝুনওয়ালা। এছাড়াও কিছু বোর্ড সদস্য, বিনিয়োগকারী রমেশ এস দামানি, ডিরেক্টর মধু জয়াকুমারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ, ঝুনঝুনওয়ালার ভাই এবং স্ত্রী ২০১৬-র ৭ সেপ্টেম্বর বাঁকা পথে ৭৬৩,০৫৭ শেয়ার কিনেছিলেন আইটি সংস্থায়। ২৪.২২৪ শতাংশ দখলদারি নিয়ে অ্যাপটেক একমাত্র কম্পানি যেখানে রাকেশ ঝুনঝুনওয়ালার ম্যানেজমেন্ট কন্ট্রোল রয়েছে। এই শেয়ারে বাজার মূল্য ১৬০ কোটি টাকা।

২০০৫ সালে প্রথমবার ঝুনঝুনওয়ালা প্রথমবার অ্যাপটেকের শেয়ার হাতে নেন। প্রতি শেয়ার ৫৬ টাকা হিসেবে ১০ শতাংশ শেয়ার কেনেন তিনি। এরপর থেকে কম্পানিতে নিজের অংশীদারিত্ব বাড়িয়ে গিয়েছেন।

সেবি আইনের ১১সি(৫) ধারায় অভিযুক্তকে তলব করা হয়েছে।

English summary
Billionaire stock market investor Rakesh Jhunjhunwala is under SEBI scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X