For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা

মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা

  • |
Google Oneindia Bengali News

মে (may) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১২ দিন। দেশের অনেক শহরে এই ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে সপ্তাহের ছুটি এবং উৎসবের দিন। আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, সরকারি ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রাজ্য থেকে রাজ্যে সরকারি ছুটির দিন পাল্টে যায়। শুধুমাত্র সরকারি তালিকাভুক্ত ( gazetted holiday)ছুটির দিনগুলিতে সারা দেশে একসঙ্গে ব্যাঙ্কের ছুটি থাকে।

সর্বভারতীয় ছুটি

সর্বভারতীয় ছুটি

ব্যাঙ্কের সর্বভারতীয় ছুটির দিনগুলির মধ্যে রয়েছে প্রজাতন্ত্র দিবল (২৬ জানুয়ারি), স্বাধীনতা দিবস (১৫ অগাস্ট), গান্ধী জয়ন্তী ( ২ অক্টোবর), বড় দিন (২৫ ডিসেম্বর)। এছাড়াও দিওয়ালি, ইদ, গুরুনানকের জন্মদিন, গুড ফ্রাইডে-তেও ব্যাঙ্কের ছুটি থাকে। জাতীয় ছুটির দিন ছাড়াও সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ছুটি থাকে প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার।

মে মাসে উৎসবের দিন

মে মাসে উৎসবের দিন

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে ইদ-উল ফিতর উপলক্ষে ১৪ মে। মা মাসে সরকারি বেসরকারি ব্যাঙ্কগুলি ছুটি থাকবে ১ মে, ৭ মে, ১৩ মে, ১৪ মে এবং ২৬ মে যথাক্রমে মে দিবস, জুমাত-উল-ভিদা, ইদ-উল-ফিতর, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমার জন্য।
তবে এই দিনগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, জম্মু, কানপুর, লখনৌ, নতুন দিল্লি, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগরে।

মে মাসে সপ্তাহ শেষের ছুটি

মে মাসে সপ্তাহ শেষের ছুটি

মে মাসে সপ্তাহ শেষের ছুটির মধ্যে রয়েছে ২ মে (রবিবার), ৮ মে (দ্বিতীয় শনিবার), ৯ মে (রবিবার), ১৬ মে (রবিবার), ২২ মে (চতুর্থ শনিবার), ২৩ মে (রবিবার), ৩০ মে (রবিবার)।

বাড়ছে উদ্বেগ! করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়, হোম আইসোলেশনে সোহিনী, ঋত্বিক চক্রবর্তীবাড়ছে উদ্বেগ! করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়, হোম আইসোলেশনে সোহিনী, ঋত্বিক চক্রবর্তী

 হয়রানি এড়াতে ছুটির তালিকা দেখে ব্যাঙ্কে যান

হয়রানি এড়াতে ছুটির তালিকা দেখে ব্যাঙ্কে যান

যেসব গ্রাহক মে মাসে ব্যাঙ্কে যেতে চান, তাঁরা যেন আগে থেকে ছুটির তালিকা দেখে নিয়ে তবেই ব্যাঙ্কে যান। তাহলে আসা-যাওয়ার হয়রানিটা থাকবে না। তবে মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং সবদিনই খোলা থাকবে। ফলে গ্রাহকরা যদি যান, ছুটির দিনগুলিতে অনলাইনেও তাঁদের কাজ সারতে পারবেন।

English summary
Banks will remain close in May 2021 for 12 days in several states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X