For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bank Holidays June 2022: জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা

Bank Holidays June 2022: জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা

  • |
Google Oneindia Bengali News

জুন (June) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১২ দিন। ব্যাঙ্কের এইসব ছুটির মধ্যে রয়েছে সপ্তাহ শেষের ছুটি (holiday) এবং বিভিন্ন রাজ্যে উৎসবের দিন। অন্যসব মাসের মতোই আরবিআই-এর তরফে জুন ২০২২-এর জন্য এই ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছদিন রয়েছে বিভিন্ন রাজ্যে ছুটির দিন হিসেবে, যার মধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান কিংবা উৎসব। এছাড়া বাকি ছদিন সপ্তাহ শেষের ছুটি।

 আরবিআই-এর ছুটির তালিকায় ৩ ভাগ

আরবিআই-এর ছুটির তালিকায় ৩ ভাগ

আরবিআই-এর তরফে ছুটির তালিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস। জাতীয় ছুটির পাশাপাশি রাজ্যগুলিতে নির্দিষ্ট কিছু ছুটি রয়েছে। রয়েছে রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার।

 আঞ্চলিক ছুটির দিন

আঞ্চলিক ছুটির দিন

২ জুন, বৃহস্পতিবার- মহারানা প্রতাপ জয়ন্তী/ তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস- হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং তেলেঙ্গানা

৩ জুন, শুক্রবার- গুরু অর্জুন দেবের শহিদ দিবস- পঞ্জাব

১৪ জুন, মঙ্গলবার-সন্ত গুরু কবির জয়ন্তী-ওড়িশা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব

১৫ জুন, বুধবার- রাজা সংক্রান্তি/ ওয়াইএমএ দিবস/ গুরু হরগোবিন্দের জন্মদিন-ওড়িশা, মিজোরাম, জম্মু ও কাশ্মীর

২২ জুন, বুধবার, খারচি পুজো-ত্রিপুরা

৩০ জুন, বুধবার- রমনানি- মিজোরাম

সপ্তাহ শেষের ছুটি

সপ্তাহ শেষের ছুটি

৫ জুন (রবিবার), ১১ জুন (শনিবার)-দ্বিতীয় শনিবার, ১২ জুন (রবিবার), ১৯ জুন (রবিবার), ২৫ জুন (শনিবার)-চতুর্থ শনিবার, ২৬ জুন (রবিবার)।

 জরুরি কাজের পরিকল্পনা

জরুরি কাজের পরিকল্পনা

সাধারণভাবে ব্যাঙ্কের কর্মীরা এই ধরনের প্রতিবেদন দেখলে খুব রাগ করে থাকেন। তাঁরা বলেন, নির্দিষ্ট সময়ের পরেও তাঁদের অনেকক্ষণ কর্মক্ষেত্রে থাকতে হয়। আর যেভাবে ছুটির সংখ্যা বলা হয়, তা তাঁরা উপভোগ করেন না। তবে এই প্রতিবেদন থেকেই পরিষ্কার, রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার সাধারণভাবে ব্যাঙ্কের ছুটি। এরপর কেন্দ্র কিংবা নির্দিষ্ট রাজ্য ভিত্তিক ছুটির তালিকা মানতে হয় সরকারি বেসরকারি ব্যাঙ্কগুলিকে। এই প্রতিবেদনের মাধ্যমে জনসাধারণকে জানানোই উদ্দেশ্য, তাঁরা যাতে আগে থেকে জেনে উল্লিখিত দিনগুলিতে ব্যাঙ্কে না যান।

টিকিট না থাকলেও টিটিই যাত্রীকে ট্রেন থেকে নামাতে পারবেন না, তবে জানতে হবে নিয়ম টিকিট না থাকলেও টিটিই যাত্রীকে ট্রেন থেকে নামাতে পারবেন না, তবে জানতে হবে নিয়ম

English summary
Banks will remain close in June 2022 for 12 days in several states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X