
Bank Holidays July 2022: জুলাইয়ে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুসারে ২০২২ সালের জুলাইয়ে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি (Bank) ১৪ দিন বন্ধ থাকবে। সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্ক, যাই হোক না কেন, কিছু তালিভুক্ত ছুটি থাকে। আবার রবিবার ও বিধিবদ্ধ ছুটির (Holiday) দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও মাসের দ্বিতীয় এ চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা
রিজার্ভ ব্যাঙ্কের ছুটি দিনগুলি তিনভাগে বিভক্ত। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট বন্ধ।

আঞ্চলিক ছুটির দিন
এই ছুটির দিলগুলি রাজ্যে রাজ্যে এবং বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে পরিবর্তনশীল।
- শুক্রবার-১ জুলাই- রথযাত্রা (ওড়িশা)
- মঙ্গলবার ৫ জুলাই- গুরু হরগোবিন্দের জন্মদিন (জম্মু ও কাশ্মীর)
- বুধবার ৬ জুলাই- এমএইচআইপি দিবস (মিজোরাম)
- বৃহস্পতিবার ৭ জুলাই- খারচি পুজো (ত্রিপুরা)
- শনিবার ৯ জুলাই- ইদ-উল-আদহা (বকর-ইদ)
- সোমবার ১১ জুলাই- ইদ-উল-আজহা
- বুধবার ১৩ জুলাই- শহিদ দিবস (জম্মু ও কাশ্মীর)
- বুধবার ১৩ জুলাই- ভানু জয়ন্তী ( সিকিম, একই দিনে দুই রাজ্যে দুই কারণে ছুটি)
- বৃহস্পতিবার ১৪ জুলাই- বেন ডিয়েনখলাম (মেঘালয়)
- শনিবার ১৬ জুলাই- হারেলা (উত্তরাখণ্ড)
- মঙ্গলবার ২৬ জুলাই- কের পুজো (ত্রিপুরা)

সপ্তাহ শেষের ছুটি
- ৩ জুলাই- প্রথম রবিবার
- ৯ জুলাই- দ্বিতীয় শনিবার (তবে তা বকর-ইদের কারণে ছুটি)
- ১০ জুলাই- দ্বিতীয় রবিবার
- ১৭ জুলাই- তৃতীয় রবিবার
- ২৩ জুলাই-চতুর্থ শনিবার
- ২৪ জুলাই-চতুর্থ রবিবার
- ৩১ জুলাই- পঞ্চম রবিবার

ছুটিক দিনে রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা
অনেকেরই জরুরি কাজ থাকে। ব্যাঙ্কে যেতে হয়। সেই কারণে এই ছুটির তালিকা। তাঁরা আগে থেকে পরিকল্পনা করতে পারবেন। তবে ছুটির দিনগুলিতে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা তাঁরা পাবেন।
By election result: পাঞ্জাবে জোর ধাক্কা আপের, উত্তর প্রদেশে জয় ধরে রাখল বিজেপি