For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা

এপ্রিলে নতুন আর্থিক বছরের শুরু। আর সেই শুরুর মাস এপ্রিলে (april) ব্যাঙ্ক (bank) ১৪ দিন বন্ধ (close) থাকবে। এপ্রিল মাসের প্রথম দিন এমনিতেই ব্যাঙ্ক ছুটি থাকে। এই ১৪ দিনের মধ্যে আট দিন বিভিন্ন উৎসবের জন্য ছুটি। তালিকায়

  • |
Google Oneindia Bengali News

এপ্রিলে নতুন আর্থিক বছরের শুরু। আর সেই শুরুর মাস এপ্রিলে (april) ব্যাঙ্ক (bank) ১৪ দিন বন্ধ (close) থাকবে। এপ্রিল মাসের প্রথম দিন এমনিতেই ব্যাঙ্ক ছুটি থাকে। এই ১৪ দিনের মধ্যে আট দিন বিভিন্ন উৎসবের জন্য ছুটি। তালিকায় রয়েছে চারটি রবিবার এবং দুটি শনিবার।

২৭-৩০ মার্চ টানা ছুটি

২৭-৩০ মার্চ টানা ছুটি

এই মাসের শেষে ২৭-২৯ টানা ছুটি ব্যাঙ্কে। এর মধ্যে রয়েছে চতুর্থ শনিবার, রবিবার এবং সোমবার দোলযাত্রা। ৩১ মার্চ ব্যাঙ্ক খুলবে। তবে অর্থনৈতিক বর্ষের শেষের দিন অর্থাৎ ৩১ মার্চ ব্যাঙ্কের গ্রাহকদের জন্য কোনও পরিষেবা দেওয়া হয় না।

২৭ মার্চ থেকে ৪ এপ্রিল কেবল দুটি কাজের দিন

২৭ মার্চ থেকে ৪ এপ্রিল কেবল দুটি কাজের দিন

২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে কেবল মাত্র দুটি কাজের দিন রয়েছে ব্যাঙ্কে। ২৭ থেকে ২৯ মার্চ স্বাভাবিক কারণে ব্যাঙ্কের ছুটি। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির চালিকা অনুযায়ী, পটনা-সহ কোনও কোনও জায়গায় ৩০ মার্চেও ছুটি রয়েছে। কেননা পটনায় ২ হোলির ছুটি ২ দিনের।

এপ্রিলে ব্যাঙ্কের ছুটি

এপ্রিলে ব্যাঙ্কের ছুটি

  • ১ এপ্রিল: আর্থিক বছরের প্রথম দিন ছুটি
  • ২ এপ্রিল: গুড ফ্রাইডে
  • ৪ এপ্রিল: রবিবার
  • ৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জম্নদিন, হায়দরাবাদে ব্যাঙ্কের ছুটি
  • ১০ এপ্রিল: দ্বিতীয় শনিবার
  • ১১ এপ্রিল: রবিবার
  • ১৩ এপ্রিল: গুধি পাওয়া/তেলগু নতুন বছর/উদাগি উৎসব/নবরাত্র/ বৈশাখী
  • ১৪ এপ্রিল: আম্বেদকরের জন্মবার্ষিকী/তামিল নতুন বছর/বিশু/বিজু উৎসব/চেইরাওবা/ বোহাগ বিহু
  • ১৫ এপ্রিল: হিমাচল ডে/বাংলা নতুন বছর/ বোহাগ বিহু/ সাহরুল
  • ১৬ এপ্রিল: বোহাগ বিহু, সমগ্র অসম জুড়ে ব্যাঙ্কের ছুটি
  • ১৮ এপ্রিল: রবিবার
  • ২১ এপ্রিল: শ্রীরাম নবমী /গারিয়া পুজো
  • ২৪ এপ্রিল: চতুর্থ শনিবার
  • ২৫ এপ্রিল: রবিবার
সব রাজ্যে একইভাবে ছুটি নয়

সব রাজ্যে একইভাবে ছুটি নয়

এটা মনে রাখতে হবে সব রাজ্যে ব্যাঙ্কে একইভাবে ছুটি থাকবে না। কোনও কোন রাজ্যে ব্যতিক্রমও আছে বিশেষ বিশেষ কারণে। শুধুমাত্র তালিকা ভুক্ত ছুটিগুলি সারা দেশে একই দিনে পালন করা হবে। যেমন গুয়াহাটিতে ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ছুটি রয়েছে টানা। অন্যদিকে পটনায় ৩০ এপ্রিল থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছুটি রয়েছে। ফলে ব্যাঙ্কের যাওয়ার আগে গ্রাহকদের পরিকল্পনা করেই সেখানে যেতে হবে।

English summary
Banks will remain close in April 2021 for 14 days according to RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X