For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হামলা ও প্রতারণার জের! এটিএম-এর নিয়মে নানা পরিবর্তন

এটিএম-এ টাকা ভর্তি করার নিয়মে পরিবর্তন। শহরের এটিএমগুলিতে রাত নটার পর আর গ্রামের এটিএমগুলিতে সন্ধে ছটার পর টাকা ভর্তি করা যাবে না। ২০১৯-এর ৮ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এটিএম-এ টাকা ভর্তি করার নিয়মে পরিবর্তন। শহরের এটিএমগুলিতে রাত নটার পর আর গ্রামের এটিএমগুলিতে সন্ধে ছটার পর টাকা ভর্তি করা যাবে না।

হামলা ও প্রতারণার জের! এটিএম-এর নিয়মে নানা পরিবর্তন

একইসঙ্গে টাকা ভরার সময় দুইজন সশস্ত্র রক্ষী রাখার নিয়ম বহাল থাকছে। মাওবাদী প্রভাবিত এলাকাগুলির এটিএম-এ টাকা ভর্তি করার সময়সীমা বিকেল ৪ টে।

বেসরকারি যেসব সংস্থা এটিএম-এ টাকা ভর্তির কাজ করে, তাদেরকে ব্যাঙ্ক থেকে টাকা সংগ্রহ করতে হবে দিনের প্রথম ভাগে। সশস্ত্র রক্ষী দেওয়া গাড়িতে তা নিয়ে যেতে হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে। ২০১৯-এর ৮ ফেব্রুয়ারি থেকে এই নতুন নির্দেশিকা কার্যকরী হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ক্যাশ ভল্ট কিংবা ক্যাশ ভ্যানে হামলা, এটিএম প্রতারণা এবং অন্য নানা প্রতারণার কারণে নিরাপত্তার অভাব দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারা দেশে প্রায় আট হাজার বেসরকারি ক্যাশভ্যান এটিএমগুলিতে টাকা ভরার কাজ করে থাকে। প্রতিদিন, বিভিন্ন এটিএমগুলিতে এই ভ্যানগুলি প্রায় ১৫ হাজার কোটি টাকা ভর্তি করে থাকে। কোনও কোনও সময় বেসরকারি সংস্থাগুলি তাদের ভল্টে ক্যাশ রেখে দেয় রাতে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, একজন নিরাপত্তারক্ষী রাখতে হবে ভ্যানের সামনে। অপর রক্ষীকে রাখতে হবে পিছনের দিকে। চা খাওয়া থেকে শুরু করে, প্রাকৃতিক কাজ, প্রত্যেক সময় গাড়িতে একজন করে নিরাপত্তারক্ষীকে অবশ্যই থাকতে হবে। কোনও গাড়িতেই ৫ কোটির বেশি টাকা রাখা যাবে না বলেও জানানো হয়েছে। প্রত্যেক ক্যাশ ভ্যানে ছোট সিসিটিভি রাখতে হবে। যাতে কমপক্ষে ৫ দিনের রেকর্ডিং থাকবে। ক্যাশ ভ্যানে হুটার ছাড়াও আগুন নেভানোর যন্ত্রও রাখতে হবে।

English summary
ATM Rule changed, No ATMs to be refilled with cash after 9 pm from 8 February 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X