For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Atal Pension Yojana-নিয়ে বড় সিদ্ধান্ত! শনিবার থেকেই এর সুবিধা কারা পাবেন না জানুন

Atal Pension Yojana-নিয়ে বড় সিদ্ধান্ত! শনিবার থেকেই এর সুবিধা কারা পাবেন না জানুন

  • |
Google Oneindia Bengali News

Atal Pension Yojana: যদি আপনি অটল পেনশন যোজনার স্কিমে টাকা রাখেন কিংবা এই যোজনার সুবিধা নিতে চাইছেন তাহলে আপনার জন্য বড় খবর। আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে Atal Pension Yojana-তে বড়সড় পরিবর্তন করতে চলেছে মোদী সরকার। আগামী মাস থেকে বেশ কিছু লোকেদের জন্যে এই যোজনার (Government Scheme) সুবিধা পাওয়া বন্ধ হতে চলেছে। ফলে দেশের একটা বড় অংশের মানুষ এই প্রকল্পের সুবিধা আর পাবেন না।

অক্টোবর থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম-

অক্টোবর থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম-

অটল পেনশন যোজনার নতুন নিয়মের অধীনে, আয়কর প্রদানকারী ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সরকারি স্কিমের নয়া এই নিয়ম আগামী অক্টোবর ২০২২ থেকেই কার্যকর হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আগামী ১লা অক্টোবর শনিবার থেকেই বদল হচ্ছে এই নিয়ম। একাধিক বিষয়কে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

করদাতারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুবিধা পেতে পারেন

করদাতারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুবিধা পেতে পারেন

এমন পরিস্থিতিতে, আপনিও যদি একজন করদাতা হন এবং এই সরকারী প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনার কাছে সেপ্টেম্বর মাসটাই সময় হিসাবে রয়েছে। আগামী মাস থেকে এই সুবিধা আপবি নিতে পারবেন না। করদাতাদের হাতে আর মাত্র কয়েকটি দিন রয়েছে এই সুবিধা পাওয়ার জন্য। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন করতদাতারা।

ইতিমধ্যে খোলা অ্যাকাউন্ট চলতে থাকবে

ইতিমধ্যে খোলা অ্যাকাউন্ট চলতে থাকবে

যারা ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট খুলেছেন, তারা এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। তবে সেই ব্যক্তি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে আগামী মাস থেকে এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেটি আর কাজ করবে না।

কারা এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারে

কারা এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারে

১৮ থেকে ৪০ বয়সের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই যোজনার সুবিধা নিতে পারবেন। আপনি যদি পেনশনের সুবিধা নিতে চান তবে আপনি এতে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও, এই স্কিমে, আপনি আয়করের ধারা 80CCD এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন।

কোথায় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন-

কোথায় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন-

মূলত অসংগঠিত শ্রেনির মানুষের কথা ভেবে এই স্কিম চালু করেছিল মোদী সরকার। কিন্তু অল্পদিনেই এই প্রকল্প যথেষ্ট জপনপ্রিয় হয়। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত সকল মানুষ এই যোজনার সুবিধা নিতে পারবে বলে জানানো হয়। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে সহজেই Atal Pension Yojana-এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে। এই স্কিম (APY) 2015-16 আর্থিক বছরে চালু করা হয়েছিল। এই প্রকল্পটি বিশেষত সেই সমস্ত লোকদের জন্য শুরু করা হয়েছিল যারা অন্য কোনও সরকারি পেনশনের সুবিধা নিতে সক্ষম নন। মাত্র 6 বছরে এই প্রকল্প থেকে প্রায় 4 কোটি মানুষ উপকৃত হয়েছে।

শীতলকুচিতে বিজেপির মিছিলে একের পর এক বোমা, রণক্ষেত্র গোটা এলাকা শীতলকুচিতে বিজেপির মিছিলে একের পর এক বোমা, রণক্ষেত্র গোটা এলাকা

English summary
Atal Pension Scheme: some new rules for this central government scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X