For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটের আগে কল্পতরু মোদী সরকার! আরও ৭০টি পণ্যে কমছে জিএসটি

বৃহস্পতিবার জিএসটি কাউন্সিল গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। মনে করা হচ্ছে অন্তত ৭০টি পণ্য ও পরিষেবায় জিএসটি ছাড় দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেট পেশের আগে কল্পতরু হতে পারে অরুণ জেটলি। আগামী লোকসভা ভোটের আগে এই শেষবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। আর তার ফায়দা যাতে পুরোপুরি তোলা যায় সেদিকটা খেয়াল রাখতেই সচেষ্ট অরুণ জেটলি।

বাজেটের আগে কল্পতরু মোদী সরকার! আরও ৭০টি পণ্যে কমছে জিএসটি

বৃহস্পতিবার জিএসটি কাউন্সিল গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। মনে করা হচ্ছে অন্তত ৭০টি পণ্য ও পরিষেবায় জিএসটি ছাড় দেওয়া হবে। এর মধ্যে ৪০টি পরিষেবা বলে জানা গিয়েছে। এছাড়া জিএসটি কাউন্সিল কৃষি বিষয়ক পণ্যে বিশেষ ছাড় দিতে পারে।

জিএসটি কালেকশন আগের চেয়ে কমেছে। যা চিন্তার বিষয়। সেদিকে মাথায় রেখেই কাউন্সিল ২৫তম বৈঠকে বসতে চলেছে। অক্টোবরে জিএসটি থেকে আয় ছিল ৮৩ হাজার কোটি টাকা। নভেম্বরে তা কমে ৮০ হাজার কোটি টাকায় নেমেছে। মোট ১৭৮টি পণ্যে কাউন্সিল দাম কমানোয় ঘাটতি দেখা দিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী জিএসটি জমা বছরে ১২টি করে দেওয়া হতে পারে। এবং তিনটি জিএসটি রিটার্ন - জিএসটিআর-১, জিএসটিআর-২ ও জিএসটিআর-৩ কে একছত্রে আনা হতে পারে।

এর পাশাপাশি বিমান জ্বালানি ও স্বাভাবিক গ্যাসকে জিএসটির আওতায় আনা যেতে পারে কিনা তা নিয়েও কাউন্সিলে আলোচনা হতে পারে। এর আগে ১৬ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক বসেছিল।

English summary
As Budget 2018 nears, another round of GST rate cut on 70 items on cards
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X