For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাগামছাড়া আর্থিক ঘাটতিতে রাশ টানতে ব্যর্থ অরুণ জেটলি

২০১৭-১৮ সালে ভারতের আর্থিক ঘাটতি ছাড়াল ১০৩.৭২ বিলিয়ন মার্কিন ডলার।

  • |
Google Oneindia Bengali News

২০১৭-১৮ সালে ভারতের আর্থিক ঘাটতি ছাড়াল ১০৩.৭২ বিলিয়ন মার্কিন ডলার। গত এপ্রিল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত সময়ে নির্ধারিত টার্গেটের ১১৩.৭ শতাংশ ঘাটতি লক্ষ্য করা গিয়েছে।

লাগামছাড়া আর্থিক ঘাটতিতে রাশ টানতে ব্যর্থ অরুণ জেটলি

সরকারি তথ্য বলছে, ট্যাক্স রিসিপ্ট প্রথম দশ মাসে হয়েছে ৯.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৮-১৯ বাজেটে আর্থিক ঘাটতির টার্গেট বাড়িয়ে জিডিপির ৩.৫ করা হয়। আগে যা ছিল ৩.২ শতাংশ।

কেন্দ্রীয় তথ্য এই সময়ে মূলধনী ব্যয় হয়েছে ৪.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।

ভোটের আগের বছর বলে বাজেট পেশের সম এবছর খরচ কমানোর সুযোগ পাননি জেটলি। ফলে ঘাটতি বেড়ে ৩.৫ শতাংশে পৌঁছেছে। আগামী বছর বা ২০১৮-১৯ সালে ঘাটতি ৩ শতাংশে নামানোর কথা বলেছিলেন। সেখানেও ৩.৩ শতাংশের লক্ষ্যমাত্রা নিয়েছেন জেটলি। তাঁর ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০২০-২১-সালের আগে রাজকোষ ঘাটতি ৩ শতাংশে নামানো সম্ভব হবে না।

English summary
April-January fiscal deficit touches 113.7 per cent of full-year target
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X