For Quick Alerts
For Daily Alerts
রিলায়েন্স ছাড়লেন মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি
রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন অনিল ধীরুভাই আম্বানি। সংস্থার তরফে জানানো হয়েছে অনিল আম্বানির পাশাপাশি ছায়া ভিরানি, রায়না কারানি, মঞ্জরি ক্যাকার, সুরেশ রাঙ্গাচার এই চারজন সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বর্তমানে এই সংস্থায় ডিরেক্টর পদে রয়েছেন এসবিআইয়ের প্রাক্তন চেয়ারম্যান এ কে পুরওয়ার।

জানা গিয়েছে, এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন মণিকান্তন ভি এবং তাঁর জায়গায় নতুভাবে নিয়ে আসা হয়েছে ডি বিশ্বনাথকে। তিনি চিফ ফাইনান্সিয়াল অফিসারও।
সম্প্রতি বিপুল ব্যবসায়িক ক্ষতির কারনে রিলায়েন্স কমিউনিকেশন সংস্থাটি দেউলিয়া হয়েছে। ২০১৯ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩০ হাজার ১৪২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থাটি। গত অর্থ বর্ষে ১১৪১ কোটি টাকার লাভ করেছিল এই সংস্থা।