For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বোচ্চ আদালতে ধাক্কা অনিল আম্বানির! আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত

আদালতে বড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি। আদালত অবমাননার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে সর্বোচ্চ আদালত।

  • |
Google Oneindia Bengali News

আদালতে বড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি। আদালত অবমাননার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে সর্বোচ্চ আদালত। নির্দেশ অমান্য
করলে গ্রেফতার করা হবে। জেলে যেতে হবে ৩ মাসের জন্য। তার আগে দেওয়া হয়েছে ৪ সপ্তাহ সময়। এরিকসন ইন্ডিয়ার ৪৫৩ কোটি টাকা মেটানো নিয়ে এই মামলা দায়ের করা হয়েছিল।

সর্বোচ্চ আদালতে ধাক্কা অনিল আম্বানির! আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত

এরিকসনের তরফে ৫৫০ কোটির বকেয়ার জন্য মামলা দায়ের করা হয়েছিল। আদালত বলেছে চার সপ্তাহের মধ্যে ৪৫৩ কোটি টাকা দিতে। যদি তা দিতে না পারেন, তাহলে তাঁকে তিন মাসের জন্য জেলে যেতে হবে। রিলায়েন্স গ্রুপ চেয়ারম্যান এবং দুই ডিরেক্টরকে জরিমানা দিতে হবে এক কোটি করে টাকা। একমাসের মধ্যে যদি তা দেওয়া না হয়, তাহলে একমাসের জেল খাটতে হবে। রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, রিলায়েন্সের তিনটি কোম্পানির টাকা ফেরত দেওয়ার কোনও ইচ্ছা নেই।

১৩ ফেব্রুয়ারি বিচারপতি আরএফ নরিম্যান এবং বিনীত সরণের বেঞ্চে শুনানি শেষ হয়। সূত্রের খবর অনুযায়ী, সওয়ালে এরিকসন ইন্ডিয়া বলে, রাফালে জেট চুক্তিতে বিনিয়োগের টাকা রয়েছে রিলায়েন্সের। কিন্তু তাদের বকেয়া ৫৫০ কোটি দিতে পারছে না রিলায়েন্স।

সর্বোচ্চ আদালতে অনিল আম্বানির সংস্থার তরফে জানানো হয়, বড় ভাইয়ের কাছে সম্পত্তি বেতচে ব্যর্থ হওয়ার কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে।

অনিল আম্বানি ছাড়াও যে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়েছে, তাঁরা হলেন, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেল চেয়ারপার্সন ছায়া ভিরানি।

English summary
Anil Ambani held guilty of contempt, to be jailed if he fails to pay Rs 453 crore in Ericsson case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X