For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা খোয়াল মারুতি সুজুকি অল্টো, কার কাছে জানেন

দেশের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ির তকমা খোয়াল মারুতি সুজুকি অল্টো, গত অগাস্টে দেশের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মারুতি সুজুকিরই সদ্যবাজারে আসা সেডান, ডিজায়ার।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দেশের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ির তকমা খোয়াল মারুতি সুজুকি অল্টো। তবে তাতে সংস্থার নিরাশ হওয়ার কোনও কারণ নেই, কেননা, গত অগাস্ট মাসে দেশের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মারুতি সুজুকিরই সদ্যবাজারে আসা সেডান, ডিজায়ার। সোসায়টি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচার্স -এর সমীক্ষা অনুযায়ী, দেশের মধ্য সর্বাধিক বিক্রি হওয়া দশটি গাড়ির মধ্যে ৭টি স্থানই দখল করে বসে আছে মারুতি সুজুকি।

দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা খোয়াল মারুতি সুজুকি অল্টো, কার কাছে জানেন

চলতি বছরের মে মাসেই লঞ্চ করা হয় নতুন মারুতি সুজুকি ডিজায়ার। প্রথম দর্শনেই অনেকে এই গাড়ির প্রেমে পড়ে গিয়েছিলেন। অনেকেই আবার পুরনো গাড়ি বিক্রি করে নতুন ডিজায়ার বুক করতে লাইন দিয়েছিলেন। গত মাসে শুধুমাত্র ডিজায়ারের বিক্রি হয়েছে ২৬,১৪০টি ইউনিট। অপরদিকে মারুতি সুজুকি অল্টোর বিক্রি হয়েছে ২১৫২১টি।

দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা খোয়াল মারুতি সুজুকি অল্টো, কার কাছে জানেন

গত এক দশকে বিক্রির নিরিখে অল্টোর ধারে কাছে আসতে পারেনি অন্যকোনও গাড়ি। কম দামে অন্যান্য সংস্থার গাড়ির বিক্রি কিছুটা বাড়লেও তা অল্টোর হিসেবে কিছুই নয়। দেশের ১০টি সর্বাধিক গাড়ির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে মারুতি সুজুকি ব্যালেনো, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভিটারা ব্রিজা, ওয়াগন আর ও সুইফট। ভারতের বাজারে মারুতি সুজুকির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বি হুন্ডাই পরের তিনটি স্থান দখল করেছে। দশম স্থানে রয়েছে মারুতি সুজুকি সিলেরিও।

তবে গত এক বছরে বিক্রি বহুগুন বাড়লে প্রথম দশে জায়গা করতে পারেন রেনোঁ কুইড গাড়িটি। গত বছর অবশ্য এই সময়ে প্রথম দশে স্থান পেয়েছিল ফরাসি সংস্থার এই ছোট গাড়িটি।

English summary
Maruti Alto remained best selling car for a decade, but now new dzire overtakes the top position
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X