For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরখাস্ত হলেন এই উচ্চপদস্থ এলাহাবাদ ব্যাঙ্ক কর্তা, কী কারণে জেনে নিন

পিএনবি কেলেঙ্কারি মামলার চার্জশিটে নাম থাকায় বরখাস্ত করা হল এলাহাবাদ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা ও চিফ এক্সিকিউটিভ অফিসার উষা অনন্তসুব্রামনিয়নকে।

Google Oneindia Bengali News

বরখাস্ত করা হল এলাহাবাদ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা ও চিফ এক্সিকিউটিভ অফিসার উষা অনন্তসুব্রামনিয়নকে। এক বিবৃতি প্রকাশ করে এলাহাবাদ ব্যাঙ্কের তরফে বলে হয়েছে, 'এদিন ব্যাঙ্কের বোর্ড অব ডিরেক্টরদের মিটিং-এ অবিলম্বে এমডি তথা সিইও উষা অনন্তসুব্রামনিয়নকে ব্যাঙ্কের যাবতীয় কার্যকরী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে'।

বরখাস্ত হলেন এই উচ্চপদস্থ এলাহাবাদ ব্যাঙ্ক কর্তা

এই সিদ্ধান্তের পর ব্যাঙ্কের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য অর্থ মন্ত্রককে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের অনুরোধও জানানো হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে। এবছরের সেপ্টেম্বরেই উষা দেবীর কর্মজীবন শেষ হওয়ার কথা ছিল। এলাহাবাদ ব্যাঙ্কের আগে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রধান-এর দায়িত্বে ছিলেন।

অভিযোগ তাঁর সময়েই পিএনবি'র ১৪ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনাটি ঘটে। ওই মামলার চার্জশিটেও তাঁর নাম রয়েছে। এর আগে অর্থ মন্ত্রক চার্জশীটে নাম থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও এলাহাবাদ ব্যাংকের বর্তমান ও প্রাক্তন যেসব কর্মকর্তাদের 'অধিকার ছ্যুত করার নির্দেশ দিয়েছিল।

English summary
Allahabad Bank's Managing Director and Chief Executive Officer Usha Ananthasubramanian is divested as her name is present in the chargesheet of the PNB scam case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X