For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতে আর মাত্র বাকি কয়েকটা দিন! একটা ভুলেই কিন্তু বন্ধ হতে পারে ব্যাঙ্কের সমস্ত আর্থিক লেনদেন

আর এই ব্যাঙ্কের তরফে তাঁদের গ্রাহকদের জন্যে অ্যালার্ট জারি করা হয়েছে। যেখানে নলা হয়েছে যে, যদি এখনও কোনও গ্রাহকরা এখনও প্যানের কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি তাঁদের দ্রুত এই কাজ করে নেওয়ার কথা বলা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কয়েক হাজার মানুষের অ্যাকাউন্ট রয়েছে। এমনকি প্রত্যেকদিন কয়েক কোটি টাকা লেনদেন হয় এই ব্যাঙ্কের মাধ্যমে।

আর এই ব্যাঙ্কের তরফে তাঁদের গ্রাহকদের জন্যে অ্যালার্ট জারি করা হয়েছে। যেখানে নলা হয়েছে যে, যদি এখনও কোনও গ্রাহকরা এখনও প্যানের কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি তাঁদের দ্রুত এই কাজ করে নেওয়ার কথা বলা হয়েছে।

তবে যে সমস্ত গ্রাহকরা আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিয়েছেন তাঁদের জন্যে স্বস্তির খবর।

কি বলছে ব্যাঙ্ক?

কি বলছে ব্যাঙ্ক?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এই বিষয়ে তাঁদের অফিসিয়াল টুইটারে এই বিষয়ে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন। স্টেট ব্যাঙ্ক জানাচ্ছে, আমরা চাই না কোনও ভাবে গ্রাহকের সমস্যা হোক।

এমনকি ব্যাংকিং সার্ভিস যাতে কোনও ভাবে বন্ধ না হয়ে যায় সেদিকে তাকিয়ে PAN কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্ক করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)

তাঁদের গ্রাহকদের পরামর্শ দিয়ে জানিয়েছে, যদি PAN কার্ড এবং Aadhaar কার্ডের লিঙ্ক না করানো হয় তাহলে PAN কার্ডটি বন্ধ করে দেওয়া হবে। আর একবার যদি প্যান কার্ড বন্ধ হয়ে যায় তাহলে আর্থিক লেনদেন করতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে গ্রাহককে।

শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর

শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর

প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর 2021। হাতে আর কয়েকটি দিন বাকি রয়েছে এই কাজ করার জন্যে। প্যান এবং আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক করাতে চান তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াড়র আইটি পোর্টালে ক্লিক করতে পারেন। https://www।incometax।gov।in/iec/foportal/ এই লিঙ্কে গিয়ে খুব সহজে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্তি করা যাবে।

নয়া এই আইটী পোর্টালের মাধ্যমে কীভাবে PAN এবং Aadhaar লিঙ্ক করবেন?

নয়া এই আইটী পোর্টালের মাধ্যমে কীভাবে PAN এবং Aadhaar লিঙ্ক করবেন?

সবার প্রথমে IT এর নয়া পোর্টাল সেখানে যেতে হবে। লিঙ্কটি হল- https://www।incometax।gov।in/iec/foportal/

এরপর সাইটি খুলে যাওয়ার পর হোমপেজের তোলাতে স্ক্রোল করে একটু নীচে যেতে হবে। এরপর Link Aadhaar অপশনের উপর ক্লিক করতে হবে।

এছাড়াও সরাসরি এই লিংকে https://eportal।incometax।gov।in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar ক্লিক করতে পারেন।

এরপর আপনার PAN, Aadhaar নম্বর, Aadhaar এর উপর থাকা নম্বর এবং ১০ ডিজিট মোবাইল নম্বর সহ বেশ কিছু তথ্য জানাতে হবে।

এরপর আপনাকে 'I Have Only Year Of Birth In Aadhaar Card' এবং 'I Agree To Validate My Aadhaar Details' ভালো করে চেক করতে হবে।

এরপর আপনাকে Link Aadhaar অপশনের উপর আবার লিঙ্ক করতে হবে। আর সঙে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
All banking transactions can be closed if you don't do this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X