For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রামীণ ভারতে ডিজিটাল বিপ্লব, ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারীদের রাতের ঘুম কাড়লেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরবর্তী উদ্যোগ জিও গিগাফাইবারের উদ্বোধনও রিলায়েন্স জিওর মতোও বিশাল আকারে করা হবে।

Google Oneindia Bengali News

ভারতের বর্তমান ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। বৃহস্পতিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০১৮-এর মঞ্চ থেকে রিলায়েন্স জিও গিগাফাইবারের লঞ্চ করার পরিকল্পনা জানালেন তিনি।

রিলায়েন্স জিও-র মাধ্যমে হাইস্পিড মোবাইল ডাটাকে ভারতবাসীর প্কেটে পকেটে পৌঁছে দিয়েছে রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে ভারত বিশ্বের ১ নম্বর মোবাইল ডাটা ব্যবহারকারী দেশ। সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি স্পষ্ট করে দিলেন জিও-র মতোই বিশাল আকারে ভারতে আত্মপ্রকাশ করবে তাঁদের পরের উদ্যোগ ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস জিওগিগাফাইবার-এরও।

১৩৫ থেকে প্রথম তিনে উঠে আসবে দেশ

১৩৫ থেকে প্রথম তিনে উঠে আসবে দেশ

রিলায়েন্স জিও আবির্ভাবের আগে মোবাইল ডাটা ব্যবহারের নিরিখে ভারত ছিল ১৫৫ নম্বরে। জিও বিপ্লব ঘটার পর ভারত সংশ্লিষ্ট তালিকায় এক নম্বরে উঠে এসেছে। মুকেশ আম্বানি দাবি করেছেন ফিক্সড ব্রডব্য়ান্ড ব্যবহারের ক্ষেত্রে জিও ফাইবার এলে ভারত ১৩৫তম স্থান থেকে দ্রুত প্রথম তিনে চলে আসবে।

১০০ টাকায় এআই পরিষেবা

১০০ টাকায় এআই পরিষেবা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ানের অনুমান ভারত ডাটা ব্যবহারের গ্রোথ যেভাবে চলছে তাতে ২০২০ সালের মধ্যেই দেশে ১০০ শতাংশ ৪জি এনাবল্ড ফোন চলে আসবে তিনি বলেন, 'ভারতে এমন পরিবর্তন আসবে যে মাসে ১০০ টাকা দিয়েই মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিষেবা পাবেন।'

মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবায় অনায়াস যাতায়াত

মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবায় অনায়াস যাতায়াত

জিও ইতিমধ্যেই তাদের ফাইবার ভিত্তিক ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা জিওগিগাফাইবার পরিষেবা দেওয়া শুরু করেছে। তবে এখনো সম্পুর্ণরূপে চালু হয়নি এই পরিষেবা। এই দিন আম্বানি জানিয়েছেন এই পরিষেবা যেইদিন থেকে পুরোপুরি চালু হবে, সেইদিন থেকে ফিক্সড আর মোবাইল পরিষেবার মধ্য়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন গ্রাহকরা। অর্থাত যখন তাঁরা বাইরে থাকবেন তখন ৪জি বা ৫জি ফিক্সড বা মোবাইল ব্রডব্যান্ড ব্যবহার করবেন আর ঘরের ভিতরে থাকলে ওয়াইফাই। জিওগিগাফাইবার পরিষেবা নিলে এর সবটাই একসঙ্গে পাওয়া যাবে।

বিপন্ন অন্যান্য সংস্থা

বিপন্ন অন্যান্য সংস্থা

রিলায়েন্স জিওগিগাফাইবারের আবির্ভাবেই বিপন্ন হয়ে পড়েছে ভারতের বর্তমান ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা দানকারী সংস্থাগুলি। গত সপ্তাহেই রিলায়েন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছিল হ্যাথওয়ে কেবল ও ডাটাকম লিমিটেড এবং ডেন নেটওয়ার্কের মেজরিটি শেয়ার তারা কিনে নিচ্ছে। ২,৯৪০ কোটি টাকায় হ্যাথওয়ের ৫১.৩ শতাংশ শেয়ার কব্জা করেছে আরআইএল। আর ২২৯০ কোটি টাকা ব্যয়ে তারা ডেনের ৬৬ শতাংশ শেয়ার নিজেদের দখলে নিয়েছে।

গ্রামীন ভারতে ডিজিটাল বিপ্লব

গ্রামীন ভারতে ডিজিটাল বিপ্লব

মুকেশ আম্বানির দাবি জিও ফাইবার গ্রামীন ভারতে ডিজিটাল বিপ্লব আনবে। ভারতের কেন্দ্রী টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের উপস্থিতিতেই তিনি মোবাইল কংগ্রেসের বক্তৃতায় দাবি করেন, গ্রামীন ভারতকে ডিজিটাইজ করা তাঁর স্বপ্ন। তিনি বলেন, 'গ্রামীন ভারতে, কৃষিতে, গ্রামীন উদ্য়োগগুলিতে, প্রান্তিক মানুষের মধ্যে ডিজিটাল বিপ্লব আনার সম্ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে আমি ব্যাক্তিগতভাবে খুবই উত্তেজিত।'

English summary
Mukesh Ambani on Thursday has said that RIL’s forthcoming initiative Jio GigaFiber will have a massive opening similar to Reliance Jio.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X