For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৯৯ টাকার বিমানের টিকিটে যেতে পারেন কলকাতা থেকে বাগডোগরা, জানুন বিস্তারিত

ওয়ানওয়ে বিমানযাত্রায় ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এয়ার এশিয়া বিমান পরিষেবার টিকিট। এর জন্য আগে থেকে অ্যাডভান্স বুকিং -এ টিকিট কাটতে হবে যাত্রীদের।

  • |
Google Oneindia Bengali News

ওয়ানওয়ে বিমানযাত্রায় ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এয়ার এশিয়া বিমান পরিষেবার টিকিট। এর জন্য আগে থেকে অ্যাডভান্স বুকিং -এ টিকিট কাটতে হবে যাত্রীদের। তবে তা করতে হবে এই ৭ দিনের মধ্যে। অর্থাৎ এই অফার যতদিন পর্যন্ত রয়েছে ততদিনই এই ৯৯৯ টাকায় এক পিঠের বিমান যাত্রার সুযোগ দিচ্ছে এয়ার এশিয়া।

২৭ অগাস্ট পর্যন্ত চলতে থাকা এই পরিষেবাতে এয়ার এশিয়ার ওয়েবসাইট বা মোবাইলে অ্যাপের মাধ্যমে বুক করা যাবে টিকিট। কলকাতা থেকে বাগডোগরাগামী বিমানে এই টিকিটের দামও ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। তবে এই টিকিট কাটতে হবে এই সপ্তাহের মধ্যে।

৯৯৯ টাকার বিমানের টিকিটে যেতে পারেন কলকাতা থেকে বাগডোগরা, জানুন বিস্তারিত

বিমানের এই টিকিটের দামের মধ্যে থাকছে বিমানবন্দর শুল্ক সমেত বাকি আনুষাঙ্গিক বিষয়ও। টাটা সনস ও মালেয়েশিয়ান বিমান পরিষেবা সংস্থার যৌথ উদ্যোগ এয়ার এশিয়া।

এই বিমান পরিষেবা সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত রকমের ফ্লাইটে এই পরিষেবা পাওয়া যাবে না । কয়েকটি নির্দিষ্ট ফ্লাইটে চড়ার ক্ষেত্রেই মিলবে এই পরিষেবা। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রেও এয়ার এশিয়া টিকিটের মূল্য ধার্য করেছে নূন্যতম ৩, ৩৯৯ টাকা। তবে এক্ষেত্রেও বেশ কিছু শর্তাবলী প্রযোজ্য।

English summary
AirAsia India is offering all-inclusive tickets starting at Rs. 999 for select one-way flights under a limited-period promotional scheme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X