For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন বেসরকারি কর্মীরাও কর্মজীবনের শেষে পেনশনের সুবিধা পেতে পারেন

পেনশন স্কিমে যোগদানের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বর্তমানে ৬০ বছর থেকে ৬৫ বছ করে দেওয়া হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় পেনশন স্কিমে যোগদানের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বর্তমানে ৬০ বছর থেকে ৬৫ বছ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি চেয়ারম্যান হেমন্ত কন্ট্রাক্টর এই ঘোষণা করেছেন।

এখন বেসরকারি কর্মীরাও পেনশনের সুবিধা পেতে পারেন

বর্তমানে এনপিএস-এ ১৮ থেকে ৬০ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারেন। তা এবার বাড়িয়ে ৬৫ করে দেওয়া হবে। তবে তা চালিয়ে যাওয়া যাবে ৭০ বছর বয়স পর্যন্ত।

মূলত এনপিএস স্কিমকে আমজনতার মধ্যে জনপ্রিয় করে তোলা ও তার সর্বাত্মক সুবিধা যাতে আমআদমি নিতে পারে, সেজন্যই সরকার নানা ব্যবস্থা নিতে চলেছে। কারণ দেশের মোট কর্মজীবী মানুষের ৮৫ শতাংশই পেনশনের আওতার বাইরে। তাই কম খরচে যাতে সকলে পেনশনের সুবিধা নিতে পারেন, সেই ব্যবস্থাই করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, এই ধরনের অ্যাকাউন্ট এনআরআই ভারতীয়রাও খুলতে পারেন। বছরে সবচেয়ে কম ৬ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে। এবং একটি নির্দিষ্ট সময়ের পরে তা তুলে নেওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া এই ধরনের বিনিয়োগে আয়করে ছাড়ের সুবিধাও রয়েছে।

English summary
The upper age limit for joining the National Pension System (NPS), which was 60 years earlier, has been raised to 65 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X