For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইনফোসিসে চাঞ্চল্য, বিশাল সিক্কার হঠাৎ পদত্যাগ, দায়িত্বে এলেন প্রবীণ রাও

হঠাৎই ইনফোসিস সিইও-র পদ থেকে শুক্রবার সকালে ইস্তফা দেন বিশাল সিক্কা। এই মুহূর্তে কার্যনির্বাহী সিইও-র দায়িত্বে এলেন ইউ বি প্রবীন রাও

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ইনফোসিসের ইন্দো আমেরিকান সিইও এবং এমডি ছিলেন বিশাল সিক্কা। তাঁকে এখন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হল। ইনফোসিসে যোগ দেওয়ার আগে এসএপি এজি-র গ্লোবাল ম্যানেজিং বোর্ড এবং এক্সিকিউটিভ বোর্ডের সদস্য ছিলেন।

দায়িত্ব ছাড়লেন বিশাল শিক্কা

বরোদার রোজারি হাইস্কুলের ছাত্র ছিলেন সিক্কা। সেখানে তাঁর বাবা রেলওয়ের আধিকারিকের পদে কাজ করতেন। এম এস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করার পর বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে বিএস ডিগ্রি লাভ করেন। তারপর ডক্টরেট করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।

সিলিকন ভ্যালির অন্যতম নামী মুখ ছিলেন বিশাল সিক্কা। এসএপি-র প্রাণ পুরুষ হাসো প্ল্যানটরেরর খুব কাছের লোক ছিলেন সিক্কা। ২০০৮ সালে সিক্কা সিটিও ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে যোগ দেন। কগহেডের উপদেষ্টা কমিটিতে ২০০৬-০৯ অবধি সদস্যও ছিলেন তিনি। তথ্য প্রযুক্তি শিল্পের প্রভাবশালী স্টিভ বাউরনি, গাই কাওয়াসাকি, জন সেলি ব্রাউনদের সঙ্গে ছিলেন বিশাল সিক্কাও।

দায়িত্বে এলেন প্রবীন রাও

এদিকে সিক্কা নিজের পদ থেকে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ইনফোসিসের সিওও ইউ বি প্রবীন রাওকে অন্তর্বতীকালীন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও -র পদে নিয়ে আসা হয়েছে। প্রবীন রাও আন্তর্জাতিক ব্যবসা, আন্তর্জাতিক প্রেরণের মত কাজগুলি দেখতেন। বিভিন্ন বিষয়ের পুনর্নবীকরণ, সমস্ত জায়গাতে কোম্পানিতে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক , সফল বিপণন, সফল প্রেরণ, গুণগত মান সংক্রান্ত বিষয়গুলি করতেন।

১৯৮৬ তে ইনফোসিসে যোগ দেওয়ার পর ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে এই সংস্থায় কাজ করার। ইনফোসিসে যোগ দেওয়ার পর থেকে নিজের বিভিন্ন দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন তিনি।

English summary
After resignation of Vishal Sikka pravin rao will be new ceo of Infosys
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X