For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার নিয়ে আর একগুচ্ছ নতুন নিয়ম চালু করছে কেন্দ্র, বিপদে পড়তে পারেন অনেকেই

ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্র সরকার ভাবনাচিন্তা করছে।

  • |
Google Oneindia Bengali News

প্যান কার্ড ও মোবাইল নম্বর আধারের সঙ্গে বাধ্যতামূলক সংযুক্ত করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার আরও একটি কাজে আধার বাধ্যতামূলক করার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

আধার নিয়ে আর একগুচ্ছ নতুন নিয়ম চালু করছে কেন্দ্র

তিনি জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্র সরকার ভাবনাচিন্তা করছে। এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী মাসের মধ্যেই সমস্ত ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করে দেওয়া হবে। অনেকের একাধিক ড্রাইভিং লাইসেন্স থাকে। তার মাধ্যমে ট্রাফিক সংক্রান্ত অপরাধ করার পরও অনেকে গাড়ি চালাতে পারেন। সেইসমস্ত জাল পরিচয়পত্রধারীদের সরিয়ে ফেলতেই কেন্দ্রের এই নয়া উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ শুরু করে দিয়েছে বলে খবর। যেহেতু রাজ্য সরকারের তরফে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় সেক্ষেত্রে এবিষয়ে রাজ্যগুলির সাহায্য নেওয়া হবে বলেও কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

English summary
After PAN and mobile phone numbers, Aadhaar could be made mandatory for driving licenses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X