For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেয়ার বাজারের পতনের পর বৈঠকে বসছে আরবিআই, রেপো রেটে কি বদল হবে

বিশ্ব বাজারে শেয়ার ও স্টক মার্কেটের অবিশ্বাস্য পতনের পর পরিস্থিতি পর্যালোচনা করতে বসছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব বাজারে শেয়ার ও স্টক মার্কেটের অবিশ্বাস্য পতনের পর পরিস্থিতি পর্যালোচনা করতে বসছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট থেকে মুদ্রাস্ফীতির হার, কোন ইস্যুতে কোন পথে সমাধান বের করতে আরবিআই তার দিকে অবশ্যই চোখ রয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

শেয়ার বাজারের পতনের পর বৈঠকে বসছে আরবিআই

অর্থনীতিবিদদের সিংহভাগ মনে করছেন, এই টালমাটাল অবস্থায় রেপো রেট ৬ শতাংশ হিসাবে ও রিভার্স রেপো রেট ৫.৭৫ শতাংশ হিসাবে অপরিবর্তিতই রাখবে রিজার্ভ ব্যাঙ্ক। আবার কয়েকজন বলছেন, রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

ঘটনা হল, গত ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার বেড়ে ৫.২১ শতাংশে পৌঁছে গিয়েছে যা গত ১৭ মাসে সর্বোচ্চ। তেল ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের সমস্যা সবচেয়ে বেড়েছে।

প্রসঙ্গত, ভারতে বাজেট পেশের পর থেকেই শেয়ার বাজারে পতন অব্যাহত ছিল। মঙ্গলবার গোঁদের উপরে বিষফোঁড়ার মতো পরিস্থিতি তৈরি হয় বিশ্ব বাজারে শেয়ার মার্কেটের পতনে। ভারতে কয়েক সেকেন্ডে ক্ষতি হয় ৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। এর পাশাপাশি গত কয়েকদিনে ভারতে লগ্নিকারীদের প্রায় ১০ লক্ষ কোটি টাকা মার্কেট থেকে উবে গিয়েছে।

English summary
After Global Meltdown on Share Market, RBI to Meet Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X