For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে এক ক্লিকেই মিলছে বিক্রয় যোগ্য গরু , মিলছে ঘুঁটেও

গো হত্যা বন্ধ করতে কেন্দ্রীয় সরকার নয়া নির্দেশিকা জারি করলেও এবার বিকল্প পথে , অনলাইনে গরু বিক্রয় চালু।

  • |
Google Oneindia Bengali News

গো-হত্যা বন্ধ করতে কেন্দ্রীয় সরকার নয়া নির্দেশিকা জারি করলেও এবার বিকল্প পথে , অনলাইনে গরু বিক্রয়ের কারবার চালু হল।OLX বা কুইকারের মত সাইটের 'পেট' সেকশনে গেলেই দেখা মিলছে গরু বিত্রি সংক্রান্ত তথ্যের।

সাইটে সাদাগরুর ক্ষেত্রে ৩ লক্ষ টাকা ও বাকি একাধিক গরুর কিনলে ৬ লক্ষ টাকা, হাজার টাকায় মিলছে বাদামী-সাদা রঙের গরুও। শুধু গরু নয়, অনলাইনে বেচা কেনা চলে ঘুঁটেরও। গত ডিসেম্বরেই এর চাহিদা আকাশ ছোঁয়া হয়ে যায়।

অনলাইনে এক ক্লিকেই মিলছে বিক্রয় যোগ্য গরু , মিলছে ঘুঁটেও

এদিকে, অনলাইনে গরু বিক্রির ক্ষেত্রে সবিস্তারে লেখা হচ্ছে কী কী বৈশিষ্ট রয়েছে সংশ্লিষ্ট গরুতে। কতলিটার দুধ দেয় গরু, টার টিকাকরণ সম্পর্কেও বিভিন্ন তথ্য যুগিয়ে যাচ্ছে অনলাইন সংস্থাগুলি। প্রথমে মোবাইলে অ্যাপে এসংক্রান্ত বিষয় নিয়ে চ্যাট করা যাবে, পরে গরু কিনতে কেউ রাজি থাকলে , তিনি সরাসরি ফোন কথা বলে নিতে পারবেন।

উল্লেখ্য গোটা গো-বলয়তে তুমুল হারে অনলাইনে গরু মোষ কেনাবেচা চলছে । বিজেপি শাসিত উত্তর প্রদেশের বিভিন্ন অংশের মানুষ, এবিষয়ে কেন্দ্রীয় ফরমানের প্রায় তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন অনলাইনে গরু কেনার প্রক্রিয়া। উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের একটি নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গরু কেনাবেচা সংক্রান্ত যাবতীয় বিষয় কেবল মাত্র কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই করতে পারবেন। একধাপ এগিয়ে বলা হয়েছে, যাঁদের চাষের জমি রয়েছে, তাদের সমস্ত সঠিক তথ্য প্রদানের পরই বিক্রি করা যাবে গবাদি।

English summary
After Centre's ban on sale of cattle for slaughter, Cows up for sale on OLX
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X