For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কার জের! এফপিও বাতিল করল আদানি এন্টারপ্রাইজ

আদানি এন্টারপ্রাইজের এফপিও বাতিল হয়ে গেল এদিন। ঠিক কী জানানো হল সংস্থার তরফে। কেনই বা বিনিয়োগকারীদের পুরো টাকা ফেরানো হচ্ছে? কী কী তথ্য সামনে আসছে?

  • By
  • |
Google Oneindia Bengali News

আইসবার্গের ধাক্কায় যেমন সুবিশাল টাইটানিক মাত্র কয়েক ঘণ্টায় সমুদ্রের অতলে তলিয়ে গিয়েছিল। খানিকটা সেরকমই অবস্থা কি আদানি গোষ্ঠীর? প্রশ্নটা উঠছে তার কারণ, হিন্ডেনবার্গের এক রিপোর্টের ধাক্কায় টালমাটাল অবস্থা আদানি গোষ্ঠীর। আশঙ্কার যে চোরাস্রোত কয়েকদিন ধরে বইছিল, তা যেন আরও গতি পেল এদিন বুধবার। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ধাক্কায় বেসামাল আদানি গোষ্ঠীতে আরও বড় ধাক্কা লাগল যেন। কারণ, এদিন আদানি এন্টারপ্রাইজ ঘোষণা করল যে এফপিও তাঁরা বাতিল করছেন। ফলে ২০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি বাতিল হয়ে গেল এক লহমায়।

এফপিও বাতিল করল আদানি এন্টারপ্রাইজ

সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোম্পানির বোর্ড অব ডিরেক্টরদের একটি বৈঠক আজ হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সাবস্ক্রাইবারদের স্বার্থের কথা চিন্তা করে পুরোপুরি সাবস্ক্রাইব হওয়া ২০ হাজার কোটি টাকার ইক্যুইটি এফপিও নিয়ে আপাতত এগিয়ে যাওয়া ঠিক হবে না।

তবে একইসঙ্গে সংস্থার তরফে সমস্ত বিনিয়োগকারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবারই আদানি এন্টারপ্রাইজের সাড়া জাগানো এফপিও সাবস্ক্রিপশন বন্ধ করা হয়েছে। তারপরই এই সিদ্ধান্ত। তবে গত এক সপ্তাহ ধরে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে যেভাবে বিনিয়োগকারীরা ভরসা ও বিশ্বাস রেখেছেন তাকে কুর্নিশ জানাতে ভোলেনি আদানি ম্যানেজমেন্ট।

গত সপ্তাহে হিন্ডারবার্গ রিসার্চ আদানিদের নিয়ে একটি রিপোর্ট পেশ করে। যার পর থেকেই আদানি গোষ্ঠীর স্টকে বিপুল চাপ পড়ে। যা ভারতের শেয়ার বাজারে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। যে যে অভিযোগ আনা হয়েছে তা আদানি গোষ্ঠী ফুৎকারে উড়িয়ে দিয়েছে। তবে তা সত্ত্বেও আশঙ্কার চোরাস্রোত বইছে। যার ধাক্কা এবার লাগল আদানি এন্টারপ্রাইজের এফপিওতে।

আদানি গ্রুপ রিলায়েন্স ও টাটা গোষ্ঠীর পরে দেশের তৃতীয় বৃহত্তম গ্রুপ। আদানি গ্রুপের মধ্যে আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্ট, আদানি এসইজেড, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন হল লিস্টেড কোম্পানি।

English summary
Adani Enterprises Called Off FPO, Investors Money Will Be Refunded, Says Company Note
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X