For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7th Pay Commission: নিয়ম সংশোধন! কেন্দ্রীয় সরকারি কর্মীদের HRA নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়িভাড়া ভাতা নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। এর ফলে বেশ কিছু সরকারি কর্মী বাড়ি ভাড়া ভাতা (HRA)-এ হিসেবে কোনও ভাতা পাবেন না। অর্থমন্ত্রকের অধীন ব্যয় বিভাগ (DoE) এই নিয়ম সংশোধন করেছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে শহরে কাজ করেন, সেই অনুযায়ী তাঁরা বাড়ি ভাড়া ভাতা পেয়েছে থাকেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়িভাড়া ভাতা নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। এর ফলে বেশ কিছু সরকারি কর্মী বাড়ি ভাড়া ভাতা (HRA)-এ হিসেবে কোনও ভাতা পাবেন না।

অর্থমন্ত্রকের অধীন ব্যয় বিভাগ (DoE) এই নিয়ম সংশোধন করেছে।

এইচআরএ (HRA) কী?

এইচআরএ (HRA) কী?

সাধারণভাবে বেতনভুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। বিভিন্ন শহরে বাসস্থান সংক্রান্ত খরচ মেটাতে এই ভাতা দেওয়া হয়ে থাকে। এই ভাতা দিতে সরকার শহরগুলিতে X,Y,Z এই তিন ভাগে ভাগ করেছে।

কোন ধরনের শহরে ভাতা কী রকমের

কোন ধরনের শহরে ভাতা কী রকমের

X হল ৫০ লক্ষ কিংবা তার বেশি জনসংখ্যার শহর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই ধরনের শহরের ক্ষেত্রে বাড়ি ভাডা ভাতা ২৪%। ৫ থেকে ৫০ লক্ষের মধ্যে যেসব শহরের জনসংখ্যা, সেই সব শহরের ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা ১৬ শতাংশ। যা পড়ে Y ক্যাটেগরির মধ্যে । যে সব শহরের জনসংখ্যা ৫ লক্ষের নিচে, সেই সব শহরে বাড়ি ভাড়া ভাতা ৮ শতাংশ। এইসব শহর পড়ছে Z ক্যাটেগরির মধ্যে।

যেখানে কোনও এইচআরএ মিলবে না

যেখানে কোনও এইচআরএ মিলবে না

সরকারি তরফে জানানো হয়েছে, যদি কোনও সরকারি কর্মী অন্য কোনও সরকারি কর্মীর জন্য বরাদ্দ করা সরকারি আবাসে থাকেন, তাহলে কোনও এইচআরএ মিলবে না।
যদি সেই সরকারি কর্মী তাঁর বাবা-মা/ছেলে/মেয়ের নামে বরাদ্দ করা রাজ্য, কেন্দ্রীয় সরকারি, স্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কিংবা আধা সরকারি (পুরসভা, পোর্ট ট্রাস্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এলআইসি)-র অফিসের দেওয়ার বাসস্থানে থাকেন, তাহলেও বাড়ি ভাড়া ভাতা পাবেন না।
যদি কোনও সরকারি কর্মীর স্বামী কিংবা স্ত্রী একই জায়গায় (same station) কাজ করেন এবং সেই বাসস্থানে থাকেন কিংবা আলাদা ভাবে ভাড়ায় থাকবেন, তাহলেও তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।

নতুন বছরে ডিএ

নতুন বছরে ডিএ

নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন। তবে এব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্রীয় সরকার। সাধারণভাবে নতুন বছরের শুরুতে ডিএ ঘোষণা করা হয় মার্চে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সূত্রের খবর অনুযায়ী, ডিএ বৃদ্ধি হতে পারে ৪ শতাংশের মতো। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন। যদি তাই হয়, তাহলে বেতন অনেকটাই বাড়তে পারে।

Weather News: হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা! কলকাতা ও জেলাগুলির তাপমাত্রা একনজরেWeather News: হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা! কলকাতা ও জেলাগুলির তাপমাত্রা একনজরে

English summary
7th Pay Commission: Modi Govt updates HRA rules, there will be no HRA for some Central Govt employees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X