For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মী ও পেনশনভোগীদের বড় অঙ্কের মহার্ঘভাতা বৃদ্ধির সম্ভাবনা! জুলাই থেকে কতটা বাড়তে পারে বেতন

সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বৃদ্ধির সম্ভাবনা! জুলাই থেকে কতটা বাড়তে পারে বেতন

  • |
Google Oneindia Bengali News

শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীরা (Pensioner)। জুলাই থেকেই তাঁদের মহার্ঘভাতা (DA) বৃদ্ধি হতে চলেছে। এর ফলে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৭ লক্ষ পেনশনভোগীর সুবিধা হবে।

 কর্মীদের মহার্ঘভাতা বাড়বে

কর্মীদের মহার্ঘভাতা বাড়বে

এবার মহার্ঘভাতা ঠিক কতটা বাড়বে তা নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জুলাই থেকে মহার্ঘ ভাতা ৫ শতাংশ হারে বাড়তে পারে। মিডিয়া রিপোর্ট অনুসারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সে ১২৭ পয়েন্ট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে
ডিএ প্রায় ৫ শতাংশ বৃদ্ধি হতে পারে। সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘভাতা বছরে দুবার সংশোধিত হয়। জানুয়ারি এবং জুলাইয়ে।

কর্মীদের বেতন বাড়বে

কর্মীদের বেতন বাড়বে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। যা কার্যকর হলে বেতন অনেকটাই বাড়বে। সরকারি কর্মীদের দেওয়া হয় ডিএ আর পেনশনভোগীদের জন্য দেওয়া হয় ডিয়ারনেস রিলিফ।

কীভাবে হিসেব

কীভাবে হিসেব

মুদ্রাস্ফীতির পরেও যাতে কর্মীদের জীবনযাত্রার মানে কোনও প্রভাব না পড়ে তার জন্য এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। যদি কোনও সরকারি কর্মীর মূল বেতন ১৮০০০ টাকা হয়, তবে তারা বর্তমানে ৩৪ শতাংশ হারে ৬১২০ টাকা ডিএ হিসেবে পাচ্ছেন। যদি তা ৫ শতাংশ বাড়ে তাহলে ডিএ বৃদ্ধি পেয়ে হবে ৭০২০ টাকা। সেক্ষেত্রে ডিএ বৃদ্ধির পরে বেতন বৃদ্ধি হবে ৯০০ টাকা।

২০২১-এর জুলাই থেকে অনেকটাই বেড়েছে মহার্ঘভাতা

২০২১-এর জুলাই থেকে অনেকটাই বেড়েছে মহার্ঘভাতা

দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেড় বছক মহার্ঘভাতা বৃদ্ধি বন্ধ ছিল। ২০২১-এর জুলাইয়ে ১৭ শতাংশ থেকে মহার্ঘভাতা বাড়িয়ে করা হয় ২৮ শতাংশ। এরপর অক্টোবরে তা বাড়িয়ে করা হয় ৩১ শতাংশ। আর
২০২২-এর মার্চে তা ৩ শতাংশ বাড়িয়ে করা হয় ৩৪ শতাংশ। এরপর যদি জুলাই থেকে ৫ শতাংশ বাড়ে তাহলে তা ৩৯ শতাংশ হবে।

লোকসভার আগে ২১ শে জুলাই সমাবেশ আরও বড়? জরুরি বৈঠক ডাকলেন অভিষেক লোকসভার আগে ২১ শে জুলাই সমাবেশ আরও বড়? জরুরি বৈঠক ডাকলেন অভিষেক

English summary
Modi Govt is going to increase DA for employees pensioners by 5% from July 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X