For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার আপডেটেও এবার বসছে ১৮ শতাংশ জিএসটি! প্রকাশ্যে নতুন প্রস্তাব

আধারের দেখভাল করা সংস্থা ইউআইডিএআই এবার আধারের তথ্য আপডেট করার উপরেও জিএসটি বসাতে চলেছে। ১৮ শতাংশ হারে জিএসটি বসানো হবে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আধারের দেখভাল করা সংস্থা ইউআইডিএআই এবার আধারের তথ্য আপডেট করার উপরেও জিএসটি বসাতে চলেছে। ১৮ শতাংশ হারে জিএসটি বসানো হবে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রে জানা গিয়েছে।

আধার আপডেটেও এবার বসবে ১৮ শতাংশ জিএসটি!

ইউআইডিএআই আধার আপডেট করার জন্য ২৫ টাকা চার্জ করে। নাম, ঠিকানা, জন্মের তারিখ, লিঙ্গ, ইমেলের ঠিকানা সমস্তটাই বদলে ফেলা যায়। এই একই অ্যাকাউন্টে বায়োমেট্রিকও আপডেট করা যায়।

জিএসটি বলবৎ হওয়ার ফলে এবার থেকে ২৫ টাকার উপরে ১৮ শতাংশ হারে জিএসটি বাবদ অতিরিক্ত ৪টাকা ৫০ পয়সা দিতে হবে।

আধার কর্তৃপক্ষ অবশ্য সাফ জানিয়েছে, কোনও সেন্টার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দাবি করলে ১৯৪৭ টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

আধারের আপডেট করার সময়ে আসল নথি দেখাতে হবে বা জমা করতে হবে। তবে বায়োমেট্রিক, ইমেল আইডি ও মোবাইল নম্বরের ক্ষেত্রে কিছু জমা করার বা দেখানোর প্রয়োজন নেই।

English summary
18 percent GST imposed on Aadhaar updation, says UIDAI, claims media report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X