For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ‘প্ল্যান বি’ বিজেপির! আরএসএসকে নিয়ে রোডম্যাপ তৈরি নাড্ডা-সুকান্তদের

বাংলায় ‘প্ল্যান বি’ বিজেপির! আরএসএসকে নিয়ে রোডম্যাপ তৈরি নাড্ডা-সুকান্তদের

Google Oneindia Bengali News

বাংলা দখলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বিজেপির। একুশের ভোটে মুখ থুবড়ে পড়তে হয়েছে, তারপরেও ঘুরে দাঁড়ানোর কোনও লক্ষণ নেই। এই অবস্থায় প্ল্যান বি বের করতে চাইছে বিজেপি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপরেই ২০২৪-এর মহাসংগ্রাম। তার আগে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই দিল্লিতে বিজেপি-আরএসএস নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন জেপি নাড্ডা।

আসন্ন পঞ্চায়েত-লোকসভা নির্বাচনে বিজেপির রোডম্যাপ

আসন্ন পঞ্চায়েত-লোকসভা নির্বাচনে বিজেপির রোডম্যাপ

প্ল্যান বি-তে বিজেপি-আরএসএস নেতাদের বৈঠকে যুব, শ্রমিক সংগঠনের উপর ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শীর্ষ নেতাদের একটি গ্রুপ এবং নির্বাচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করেন। তৃণমূল কংগ্রেসশাসিত রাজ্যে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে চাইছে বিজেপি। .

তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে বিজেপি-আরএসএস একযোগে বৈঠক

তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে বিজেপি-আরএসএস একযোগে বৈঠক

বিজেপির পক্ষ থেকে এই বৈঠককে 'রুটিন' হিসাবে অভিহিত করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ যে এই বৈঠকে বিজেপি এবং আরএসএস-এর সহযোগীরা রাজ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য একযোগে বৈঠক করছেন। তারা এক হয়ে কৌশলগতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গে বিজেপির উত্থানের লক্ষ্যে। তাদের লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে শাসক দল তৃণমূলকে কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।

বঙ্গের প্ল্যান বি নিয়ে আলোচনায় সুকান্ত-অমিতাভরা

বঙ্গের প্ল্যান বি নিয়ে আলোচনায় সুকান্ত-অমিতাভরা

বিজেপি সভাপতি জেপি নাড্ডা গত সপ্তাহে বাংলা সফর এসেছিলেন। সেখানে এক প্রস্থ বৈঠক করে গিয়েছেন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে। বৃহস্পতিবার সকালে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ও অন্যান্য নেতারা নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতে। এই বৈঠকে বঙ্গের প্ল্যান বি নিয়ে আলোচনা করেন তাঁরা।

পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বিজেপির

পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বিজেপির

ওয়াকিবহাল মহল জানিয়েছে, বিজেপি পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে এটি কার্যকরভাবে দলের কাজ এগিয়ে নিতে পারে। প্রত্যেকে তরুণকে আরও দায়িত্ব দেওয়ার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দলে তাঁদের গুরুত্ব বাড়িয়ে আরও কার্যকরী ভূমিকা নেওয়ার কথা জানানো হয়েছে। আগামী দিনে দলের একটি শক্তিশালী ভিত্তি তৈরির সূচনায় এই পরিকল্পনা বলে জানিয়েছে নেতৃত্ব।

সংগঠন বিস্তারে আরএসএসের সাহায্য প্রার্থী বঙ্গ বিজেপি

সংগঠন বিস্তারে আরএসএসের সাহায্য প্রার্থী বঙ্গ বিজেপি

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আরএসএস-এর সহযোগীরা বাংলা আরও সক্রিয় হবে এবং বিজেপিকে সাহায্য করবে। যাতে বিজেপি বাংলায় কার্যকরভাবে সংগঠন বিস্তার করতে সক্ষম হয়, তার চেষ্টা করবে। রাজ্যে ভারতীয় মজদুর সংঘ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভূমিকা আরও সক্রিয় করার কথা বলা হয় বৈঠকে।

কমিউনিস্ট ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা বৈঠকে

কমিউনিস্ট ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা বৈঠকে

বৈঠকে বলা হয়েছে, "কমিউনিস্টরা বাংলা শাসন করেছে শ্রমিক সংগঠনের মাধ্যমে নিজেদের শক্তিশালী করে। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক শ্রেণির জন্য কিছুই না করেও তাই করেছেন। রাজ্যে ইতিমধ্যে সক্রিয় হয়েছে বিজেপি ও আরএসএসের শ্রমিক সংগঠনও। তারা আরও কার্যকরী হবে। আর বিজেপির সংগঠনকে বাড়িয়ে তোলা খুব কঠিন নয়, কারণ বাংলার মানুষ বিজেপিকে বিকল্প হিসাবে দেখছে।

টার্গেট ছাত্র-যুব, বিজেপি নতুন লাই তৈরি করতে চাইছে

টার্গেট ছাত্র-যুব, বিজেপি নতুন লাই তৈরি করতে চাইছে

শুধু শ্রমিক সংগঠনই নয়, ছাত্র ও যুব সংগঠনকেও বিশেষ ভূমিকায় নিয়ে আসতে হবে। বিজেপি আশাবাদী তাদের ছাত্র সংগঠন এবিভিপি থেকে নেতাদের একটি নতুন লাইন আবির্ভূত হবে। কমিউনিস্ট এবং তৃণমূল দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলিকে শাসন করেছে। সরকারের প্রবল প্রতিরোধ সত্ত্বেও ছাত্ররা এবিভিপিকে মেনে নিতে শুরু করেছে। আমরা আশা করি ছাত্রদের মধ্যে বিজেপির মতাদর্শ ও ধারণা বিলিয়ে দিতে পারব।

নাড্ডা-শাহদের পরিদর্শনে বিজেপির বৃদ্ধি দ্রুততর হবে

নাড্ডা-শাহদের পরিদর্শনে বিজেপির বৃদ্ধি দ্রুততর হবে

শীর্ষ নেতৃত্বের ঘন ঘন সফরে বেঙ্গল বিজেপি টিম উজ্জীবিত হচ্ছে। সুকান্ত-অমিতাভদের মতে, "নাড্ডাজি এবং অমিতজি বাংলায় এসে ঘন ঘন পরিদর্শন করলে বিজেপির বৃদ্ধি দ্রুততর হবে। বাংলায় বিজেপির গুরুত্ব বাড়বে। বাংলায় বিজেপি আগের চেয়ে শক্তিশালী হয়েছে, এই সংগঠনকে আমরা হারাতে পারি না। তাই নাড্ডাজি-অমিতজির সফর বাংলা সংগঠনের কাছে গুরুত্বপূর্ণ। তা সমর্থন দিতে এবং মনোবলকে উচ্চে রাখতে সমর্থ হবে।

সাংগঠনিক কাঠামো বদল ও বুথস্তরে শক্তিশালী করার পরিকল্পনা

সাংগঠনিক কাঠামো বদল ও বুথস্তরে শক্তিশালী করার পরিকল্পনা

সর্বোপরি এটা ঠিক যে, বাংলার সংগঠন নিয়ে চিন্তা কাটছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। দিল্লিতে নাড্ডা-সুকান্ত বৈঠকে বিজেপির সাংগঠনিক কাঠামো বদল ও বুথস্তরে বিজেপিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গৃহীত হয়েছে। সমনেই বিজেপির বুথ সশক্তিকরণ কর্মসূচি রয়েছে। তার আগে পরিকল্পনা চূড়ান্ত বিজেপি ও আরএসএস এক যোগে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দেবে বাংলায় প্রভাব বিস্তারে। তা নিয়েই জেপি নাড্ডা পরামর্শ দিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে।

বিজেপির গ্রুপ ছাড়লেন অন্যতম মুখপাত্র, ভাঙন-জল্পনার নেপথ্যে সেই পুরনো বিবাদবিজেপির গ্রুপ ছাড়লেন অন্যতম মুখপাত্র, ভাঙন-জল্পনার নেপথ্যে সেই পুরনো বিবাদ

English summary
BJP prepares road map for West Bengal with plan B being more united with RSS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X