For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বিদ্রোহ নতুন মোড়কে! বিদ্রোহীরা চিন্তন বৈঠকের পরিকল্পনায় নয়া মঞ্চে উদ্যোগী

বিদ্রোহীরা চিন্তন বৈঠকের পরিকল্পনায় নয়া মঞ্চে উদ্যোগী

Google Oneindia Bengali News

বিজেপিতে বিদ্রোহ থামছেই না। তা আবার নতুন মোড়কে ফিরে আসছে পঞ্চায়েত ভোটের আগে। প্রতিদিনই বেসুরো বাজছেন নেতারা আবার অনেকে ইস্তফাও দিচ্ছেন। এবার বিদ্রোহীরা নতুন মোজড়কে তাঁদের বিদ্রোহ প্রকাশ করতে উদ্যোগী হয়েছেন। বিজেপিতেই নতুন মঞ্চ গড়ে তাঁরা চিন্তন বৈঠকের প্রস্ততি নিচ্ছেন।

নিরাপদ নয়, বিজেপিকে বাঁচাতে নয়া মঞ্চ!

নিরাপদ নয়, বিজেপিকে বাঁচাতে নয়া মঞ্চ!

বিজেপির বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। বিদ্রোহীরা মনে করছেন বর্তমান নেতৃত্বের হাতে বিজেপি নিরাপদ নয়। তাই বিজেপিকে বাঁচাতে হবে এই অযোগ্য নেতৃত্বের হাত থেকে। সেই লক্ষ্যেই বিদ্রোহী নেতারা এবার বিজেপি বাঁচাও মঞ্চ গড়তে উদ্যোগী হলেন। বিজেপি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে চিন্তন বৈঠকের ডাক দিলেন।

তথাকথিত গুরুত্ব না পাওয়া নেতাদের ডাক

তথাকথিত গুরুত্ব না পাওয়া নেতাদের ডাক

শুধু চিন্তন বৈঠকে জাক দিয়েই ক্ষান্ত নন বিদ্রোহীরা, তাঁরা চাইছেন তাঁদের বিদ্রোহে বিজেপির তথাকথিত গুরুত্ব না পাওয়া নেতাদের শামিল করতে। তাঁরা এই মর্মে তথাগত রায়, মোহিত রায় ও দুধকুমার মণ্ডলের মতো নেতাদের সঙ্গে যোগাযোগও করছেন। তাঁরা যাতে বিক্ষুব্ধ বিজেপির এই মঞ্চে এসে চিন্তন বৈঠকে অংশ নেন, সেই আহ্বান জানানো হয়।

বাংলায় দলকে বাঁচাতে পদক্ষেপের বার্তা

বাংলায় দলকে বাঁচাতে পদক্ষেপের বার্তা

বিজেপির বিক্ষুব্ধরা কেন্দ্রীয় নেতৃত্বকেও এ কথা জানানোর পরিকল্পনা করেছে। এমনকী তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি বাংলায় দলকে বাঁচাতে পদক্ষেপ না নেয়, তাহলে বিজেপি বাঁচাও মঞ্চের লড়াই আরও জোরদার হবে, তাঁরা এই মঞ্চ থেকেই পাল্টা রাজনৈতিক লড়াই চালাবেন। চিন্তন বৈঠকের পরই এই বার্তা তাঁরা পাঠাবেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

বিজেপির বিদ্রোহীর তালিকায় নতুন সংযোজন

বিজেপির বিদ্রোহীর তালিকায় নতুন সংযোজন

বঙ্গ বিজেপির বিদ্রোহীর তালিকায় প্রতিদিনই নতুন নতুন নাম সংযোজিত হচ্ছে। কিছুদিনই আগেই শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া মহলের বিধায়করা বিদ্রোহী হয়ে উঠেছিল। তাঁরা বিজেপির অন্যান্য বিদ্রোহী নেতা জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিদের নিয়ে গোপন বৈঠক করে বিজেপিকে বার্তা পৌঁছে দিয়েছিলেন। তারপর মতুয়া মহলের বিধায়করা আপাতত বিদ্রোহ থেকে বিরত থাকলেও বাকিদের বিদ্রোহ জারি রয়েছে।

বিজেপিতে বর্তমানে বেসুরো যাঁরা

বিজেপিতে বর্তমানে বেসুরো যাঁরা

সম্প্রতি বীরভূমে দুধকুমার মণ্ডল বিদ্রোহী হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা প্রায়শই বেসুরো বাজছেন। বীরভূমের নলহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনিল সিংকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। উদ্বাসতু সেলের দায়িত্বপ্রাপ্ত মোহিত রায় বেসুরো হয়েছিলেন, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। আর সর্বোপরি তথাগত রায় বিজেপি নেতৃত্বের সমালোচনা করেই চলেছেন।

বিজেপিকে বাঁচানোর রূপরেখা তৈরিতে

বিজেপিকে বাঁচানোর রূপরেখা তৈরিতে

সম্প্রতি বিজেপি বাঁচাও মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, আমরা শীঘ্রই বিজেপিকে বাঁচাতে চিন্তন বৈঠক ডাকছি। বিজেপির প্রভাবশালী অথচ এখন গুরুত্ব না পাওয়া নেতাদের পরামর্শও নেব আমরা। দলের আদি নেতাদের নিয়ে পরিকল্পনা করেই বিজেপিকে বাঁচানোর রূপরেখা তৈরি করা হবে বলে তিনি জানানো হয় মঞ্চের পক্ষ থেকে।

মহারাষ্ট্রে মহাসঙ্কটে মহাজোট! সংখ্যার অঙ্কে উল্টাতে পারে গদি, খেলা শুরু বিজেপিরমহারাষ্ট্রে মহাসঙ্কটে মহাজোট! সংখ্যার অঙ্কে উল্টাতে পারে গদি, খেলা শুরু বিজেপির

English summary
BJP is now in another trouble for dissonant leaders they are assembled to meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X