For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের 'সবথেকে বাসযোগ্য শহর' কোনটি, সেরার সেরা তালিকায় উঠে এল যে নাম

বিশ্বের 'সবথেকে বাসযোগ্য শহর' কোনটি, সেরার সেরা তালিকায় উঠে এল যে নাম

Google Oneindia Bengali News

বিশ্বের 'সবথেকে বাসযোগ্য শহর' কোনটি, কোনটি সবথেকে ভালো শহর? তা জানার আগ্রহ তো থাকেই, সেইসঙ্গে আমার শহর সেরার তালিকায় কত নম্বরে তা জানতে ইচ্ছা করে। বৃহস্পতিবার প্রকাশিত ইকোনমিস্টের বার্ষিক প্রতিবেদন অনুসারে সেরার সেরা তালিকায় উঠে এসেছে সেই নাম। সেই তালিকায় সবার উপরে স্থান পেয়েছে কোন শহর?

বিশ্বের সেরা শহর কোনটি

বিশ্বের সেরা শহর কোনটি

ইকোনমিস্টের বার্ষিক প্রতিবেদনে জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া আক্রমণ করেছিল ইউক্রেনের উপর। ইউক্রেনের রাজধানী কিয়েভকে এই বছর অন্তর্ভুক্ত করা হয়নি এই তালিকায়। রাশিয়ান শহর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে র্যািঙ্কিংয়ে আসেনি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বিশ্বের সবথেকে বাসযোগ্য শহর হিসাবে পরিগণিত হয়েছে। এই শহর আবার হৃত গৌরব উদ্ধার করে সেরার আসন ছিনিয়ে নিয়েছে।

অকল্যান্ডকে সরিয়ে প্রথম ভিয়েনা

অকল্যান্ডকে সরিয়ে প্রথম ভিয়েনা

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ-এর রিপোর্ট অনুসারে অকল্যান্ডের কাছ থেকে শীর্ষ স্থানটি ছিনিয়ে নিয়েছে ভিয়েনা। করোনভাইরাস মহামারী বিধিনিষেধের কারণে প্রথম থেকে ৩৪তম স্থানে নেমে গিয়েছে অকল্যান্ড। ২০২১ সালের শুরুর দিকে র্যা ঙ্কিংয়ে দ্বাদশ স্থানে নেমে গিয়েছিল ভিয়েনা। তার কারণ করোনা মহামারীর কারণে জাদুঘর এবং রেস্তোঁরাগুলি বন্ধ হয়ে গিয়েছিল।

কেন ভিয়েনা প্রথম স্থানে

কেন ভিয়েনা প্রথম স্থানে

এবার ভিয়েনা প্রথম স্থানে ফিরে এসেছে। ২০১৮ ও ২০১৯ সালে যে অবস্থানে ছিল, ফের সেই অবস্থান দখল করতে সমর্থ হয়েছে। স্থিতিশীলতা এবং ভালো পরিকাঠামো হল অস্ট্রিয়ার রাজধানী শহরের প্রধান আকর্ষণ। সেইসঙ্গে ভালো স্বাস্থ্যসেবা এবং সংস্কৃতি ও বিনোদনের প্রচুর সুযোগ রয়েছে এই ভিয়েনা শহরে।

সেরা দশ শহরের মধ্যে ইউরোপের ছয়টি

সেরা দশ শহরের মধ্যে ইউরোপের ছয়টি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পরেই রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং সুইজারল্যান্ডের জুরিখও উঠে এসেছে এই তালিকায়। সুইস শহর জেনেভা আছে ষষ্ঠ স্থানে, জার্মানির ফ্রাঙ্কফুর্ট সপ্তম এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম নবম। যৌথভাবে তৃতীয় স্থানে ক্যালগারি, পঞ্চম স্থানে ভ্যাঙ্কুভার এবং অষ্টম স্থানে টরেন্টো। কানাডা রয়েছে চতুর্থ স্থানে।

তালিকায় আর কোন শহর

তালিকায় আর কোন শহর

দশম স্থানে রয়েছে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ফ্রান্সের রাজধানী প্যারিস ১৯তম স্থানে রয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আছে ২৪তম স্থানে, কানাডার মন্ট্রিলের ঠিক পিছনেই। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন বিশ্বের ৩৩তম বাসযোগ্য শহর হিসেবে উঠে এসেছে। যেখানে স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদ যথাক্রমে ৩৫তম এবং ৪৩তম স্থানে রয়েছে।

আরও অনেক শহর তালিকায়

আরও অনেক শহর তালিকায়

ইতালির মিলান ৪৯ নম্বরে, মার্কিন শহর নিউইয়র্ক ৫১ এবং চিনের বেজিং ৭১ নম্বরে রয়েছে। লেবাননের রাজধানী বৈরুত, যা ২০২০ সালে বন্দর বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছিল এবং একটি আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছিল, তা র্যা ঙ্কিংয়ে অন্তর্ভুক্ত ছিল না। রাশিয়ান আগ্রাসনের ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভও ছিল না। রাশিয়ার রাজধানী মস্কো তার বসবাসযোগ্যতার ব়্যাঙ্কিং ১৫ নম্বর স্থান হ্রাস পেয়েছে, সেন্ট পিটার্সবার্গ ১৩ নম্বর স্থান হ্রাস হয়েছে।

প্রতীকী ছবি

মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে 'নরখাদক’! আস্ত গ্রহগুলিকে খেয়ে ফেলছে সে, কী সেই ঘটনামহাকাশেও ঘুরে বেড়াচ্ছে 'নরখাদক’! আস্ত গ্রহগুলিকে খেয়ে ফেলছে সে, কী সেই ঘটনা

English summary
Austrian capital Vienna has made a comeback as the world's most liveable city according to an annual report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X