For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন দুটি রাশির জাতকরা জুটি বাঁধলে বন্ধুত্ব ভাঙতে পারা যায় না! জেনে নিন

জীবনের পরবর্তী ধাপে এমন কিছু মানুষ প্রত্যেকের জীবনে আসে, যাঁদের সঙ্গে রক্তের নয় থাকে আত্মার টান, আন্তরিক টান। সেই সূত্র ধরেই তৈরি হন বন্ধুত্বের সম্পর্ক।

  • |
Google Oneindia Bengali News

বন্ধুত্বের গোটা সংজ্ঞাটাই নির্ভর করে মনের মিলের ওপর। একজন শিশুর ভূমিষ্ট হওয়ার পর থেকে বেশিরভাগ মানুষকেই সে রক্তের সম্পর্কের খাতিরে চিনতে থাকে। তবে জীবনের পরবর্তী ধাপে এমন কিছু মানুষ প্রত্যেকের জীবনে আসে, যাঁদের সঙ্গে রক্তের নয় থাকে আত্মার টান, আন্তরিক টান। সেই সূত্র ধরেই তৈরি হন বন্ধুত্বের সম্পর্ক। জ্যোতিষ বলছে এমন কিছু রাশি রয়েছে যাঁরা একবার জুটি বাঁধলে, সেই বন্ধুত্ব ভাঙা যায় না। দেখে নেওয়া যাক এই জুটিগুলিকে।

[আরও পড়ুন:ব্লাড গ্রুপ দেখে বোঝা যায় ব্যক্তির চরিত্র! উপায় জানাচ্ছে এই বিশেষ শাস্ত্র][আরও পড়ুন:ব্লাড গ্রুপ দেখে বোঝা যায় ব্যক্তির চরিত্র! উপায় জানাচ্ছে এই বিশেষ শাস্ত্র]

কর্কট-ধনু

কর্কট-ধনু

ধনু রাশির স্বাধীনচেতা মনোভাবকে সামলাতে সবসময় পাশে থাকেন কর্কট রাশির জাতক কোনও সঙ্গী। আর কর্কটের গুটিয়ে থাকা মনোবৃত্তিকে সরিয়ে স্বাদীনভাবে বাঁচবার উদ্দম এনে দেন ধনু রাশির জাতক বা জাতিকারা। ফলে এঁরা খুব ভালো বন্ধু হতে পারেন।

[আরও পড়ুন:এই রাশিগুলির ব্যক্তিত্বদের প্রেমে আকর্ষণ করা খুবই কঠিন! জানেন কি কেন এরকম তাঁরা][আরও পড়ুন:এই রাশিগুলির ব্যক্তিত্বদের প্রেমে আকর্ষণ করা খুবই কঠিন! জানেন কি কেন এরকম তাঁরা]

মিথুন- মকর

মিথুন- মকর

মিথুন রাশির জাতকরা খুবই খেয়াল রাখেন বন্ধুর। আর অন্যদিকে মকর রাশির জাতকরা হন বিশ্বাসী, মজাদার চরিত্রের। ফলে অদ্ভুতভাবে দু'জনের বন্ধুত্ব দারুনভাবে খাপ খেয়ে যায়!

[আরও পড়ুন:কোন বয়সে আপনার বিয়ে করা উচিত, জানুন সহজ উপায়ে][আরও পড়ুন:কোন বয়সে আপনার বিয়ে করা উচিত, জানুন সহজ উপায়ে]

মকর-ধনু

মকর-ধনু

মকর রাশির ওপর যে কেউই ভরসা করতে পারেন। আর তাঁদের সঙ্গে মনের মিল হয়ে যায় ধনু রাশির। দুজনের মানসিকতা একরকমের হওয়ায়, এঁরা কেউ কাউকে ছেড়ে যান না।

বৃষ-মীন

বৃষ-মীন

এই দুটি রাশির চরিত্রগতভাবে এক্কেবারে আলাদা। মীন রাশির জাতকরা নিজেকে যতটা গুটিয়ে রাখেন, ততটাই তাঁকে বাইরে নিয়ে আসার চেষ্টা করেন বৃষ রাশির জাতকরা। বৃষ রাশির জাতকরা কখনও বন্ধুকে ছেড়ে যান না কোনও পরিস্থিতিতে।

মীন-কর্কট

মীন-কর্কট

মীন ও কর্কট রাশির জাতকরা সবচেয়ে ভালো বন্ধু হতে পারেন। এই বন্ধুত্বে স্বার্থ কোনও জায়গাই পায়না। দুটি রাশির জাতকরাই সৃষ্টিশীল যেকোনও কাজে সামিল হতে পছন্দ করেন।

কন্যা-মিথুন

কন্যা-মিথুন

কন্যা রাশির জাতকরা বন্ধুত্বের জন্য এক্কেবারে সঠিক ব্যক্তিত্ব। বন্ধু্র জন্য় সমস্ত কিছু করতে এঁরা রাজি থাকেন। মিছুন রাশির জাতকরা অন্য়দিকে ভীষণভাবে বিশ্বাসী হন। ফলে এঁদের বন্ধুত্ব অটুট হয়।

সিংহ-বৃষ

সিংহ-বৃষ

সিংহ রাসির জাতকদের সঙ্গে মনেরক দিক থেকে মিল হয় বৃষ রাশির জাতকদের। মনের দিক থেকে য়েমন মিল, তেমনউ এঁদের পছন্দেরও মিল রয়েছে। দুজনেরই আভিজাত্য পছন্দ।

তুলা-সিংহ

তুলা-সিংহ

সিংহ রাশির জায়কদের সঙ্গে তুলা রাশির জাতকদের শুধু বন্ধুত্বই ভালো হয় না, জ্যোতিষ শাস্ত্র বলছে এঁদের প্রেমের সম্পর্কও বেশ মজবুত হয়!তুলা রাশির জতকদের রাগ আর সিংহ রাশির জতকদের রাগ বেশি থাকলেও, দুজনেই বন্ধুত্বের খাতিরে কেউ কাউকে ছেড়ে যেতে পারেন না।

বৃশ্চিক-মেষ

বৃশ্চিক-মেষ

বৃশ্চিক ও মেষ রাশির জাতকদের একে অপরের সঙ্গে বেশ মিল থাকে। খারাপ থেকে ভালো সব সময়ে এঁরা একে অপরের সঙ্গী হন।

মেষ-তুলা

মেষ-তুলা

তুলার রাশির জাতকদের সঙ্গে মেষ রাশির জাতকদের বন্ধুত্ব অত্যন্ত ভালো হয়। দুটি রাশির জাতক জাতিকারাই শান্তি পছন্দ করেন। ফলে এই বন্ধুত্ব খুব ফুরফুরে মেজাজে টিকে থাকে।

কুম্ভ- বৃশ্চিক

কুম্ভ- বৃশ্চিক

কুম্ভ রাশির আলস্যের সঙ্গে বৃশ্চিক রাশির উদ্দম বেশ মানানসই। একে অপরকে ঠিক সময়ে বিপদ থেকে রক্ষা করার ক্ষেত্রে এই রাশির জাতকদের জুটি আসামান্য।

ধনু-ধনু

ধনু-ধনু

ধনু রাশিই একমাত্র রাশি, যেখানে একই রাশির দুজন ব্যক্তির মধ্যে বন্ধুত্ব দারুণভাবে টিকে থাকে। ধনু রাশির সঙ্গে অন্য ধনু রাশির বন্ধুত্বের সবচেয়ে বড় দিক হল এঁদের পছন্দের দারুন মিল হয়। আর সম্পর্কে এঁরা শান্তিপূর্ণ পর্যায়ে রাখেন।

English summary
Who can be Best Friends according to their Zodiac Signs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X