For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাস্ত্র অনুযায়ী এখনই পাল্টে ফেলুন এই অভ্যাসগুলি, নয়তো আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন‌

শাস্ত্র অনুযায়ী এখনই পাল্টে ফেলুন এই অভ্যাসগুলি, নয়তো আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন‌

Google Oneindia Bengali News

শাস্ত্রে কথিত বচনের সঙ্গে আমাদের জীবন ওতঃপ্রোতভাবে জড়িত। জীবনের বহু দর্শনের কথাই আগে থেকে বলা হয়েছে শাস্ত্রে। তাই শাস্ত্রের কথানুযায়ী চলা যায় তবে জীবনে আর কোনও সমস্যা থাকবে না। কিন্তু অনেকে এই শাস্ত্রের নীতি মেনে চলতে চান না। আর তাই তো তাঁদের জীবনে ঘোর অন্ধকার নেমে আসতে খুব একটা দেরি লাগে না। আমাদের জীবনে কি করা উচিত, কীভাবে চলা উচিত, সমাজকে কীভাবে চলা দরকার তার সবই বর্ণনা পাওয়া যায় এই শাস্ত্রে। আসুন সেরকমই কিছু বচন জেনে নেওয়া যাক শাস্ত্র থেকে। যা সকলের জীবনের জন্যই অত্যন্ত জরুরি।

শাস্ত্র নীতি

শাস্ত্র নীতি

শাস্ত্র নীতিতে জীবনকে সাবলীলভাবে চালানোর জন্য আর্থিক সঙ্কট সম্পর্কিত কিছু বিশেষ বিষয় উল্লেখ করা হয়েছে। আর্থিক সঙ্কট সৃষ্টি করতে পারে এমন অভ্যাস ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে। আসুন জেনে নেওয়া যাক সেগুলি।

আয়ের থেকে বেশি খরচ

আয়ের থেকে বেশি খরচ

শাস্ত্র মতে, আমাদের সকলেরই নিজেদের আয় অনুযায়ী খরচ করা উচিত। অনেকসময় মানুষ নিজের আয়ের তুলনায় বেশি ব্যয় করতে শুরু করে দেয়। আর তাদের এই স্বভাবের কারণে একসময় তাদের আর্থিক সঙ্কটের সামনে এসে পড়তে হয়। শাস্ত্রে বলা হয়েছে যে অর্থ জমাতে হবে, কারণ এটাই একটা সময়ে গিয়ে কাজে আসবে।

অর্থ বরবাদ করবেন না

অর্থ বরবাদ করবেন না

শাস্ত্র নীতি অনুসারে ধনের দেবী মা লক্ষ্মী। লক্ষ্মী দেবী চঞ্চল স্বভাবের হয়ে থাকে। মা লক্ষ্মী কখনও এক জায়গায় স্থির থাকেন না। যদি মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ প্রাপ্তি হয় তবে ওই অর্থকে বরবাদ করবেন না। কোনও উপায়কে ভুলভাবে ব্যবহার করলে তার অস্তিত্ব শেষ হতে থাকে।

 আর্থিক সঙ্কটের উল্লেখ

আর্থিক সঙ্কটের উল্লেখ

অনেক সময় মানুষকে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হয় এবং তারা তাদের সমস্যা ভুল করে সকলের সঙ্গে ভাগ করে নেয়। শাস্ত্র মতে, আপনার জীবনসঙ্গী ছাড়া অন্য কারো সঙ্গে আপনার আর্থিক সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করবেন না। শাস্ত্র মতে, এমনটা করলে আর্থিক সঙ্কট আরও বেশি প্রভাব ফেলতে পারে। একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি আর্থিক সঙ্কটকে গোপনে রাখেন।

দেরি করে ঘুম থেকে ওঠা

দেরি করে ঘুম থেকে ওঠা

অনেকেরই সকালে দেরি করে ওঠার অভ্যাস আছে। শাস্ত্র মতে, দেরিতে ঘুম থেকে উঠলে আর্থিক সঙ্কটের সম্ভাবনাও তৈরি হয়। বলা হয়ে থাকে যে দীর্ঘক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে উঠলে নেতিবাচকতা আসে এবং সারাদিনে কোনো কারণে মন শান্ত থাকে না। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। যদি প্রতিদিন এটি সম্ভব না হয় তবে সপ্তাহে অন্তত তিনদিন সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন।

English summary
According to the shastra, this habits of yours can cause financial crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X