For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির কোনদিকে কোন রঙ করা শুভ, জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

যদি আপনি দীপাবলির পাঁচদিন, মানে উৎসবের আগে এই কাজ করেন, তা খুব শুভ বলে মনে করা হয়। বাড়ির ভেতর রং করা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। অনেক গুনাগুন যেমন রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানি, পাশাপাশি আমরা অনেকেই এর খারাপ গুন সম্পকে অনেকেই জানি না। বাড়ির প্রতিটি জায়গাতেই কিন্তু একরকম রং করা যায় না। প্রতিটি দিকে আলাদা আলাদা রঙের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। যদি আপনি সঠিক রং ব্যবহার করেন, বাড়িতে তাহলে আপনার জীবনের সুখ শান্তি আসবে। মা লক্ষ্মী ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে। তাহলে জেনে নিন কোন কোন রং কোন কোন ঘরে ব্যবহার করবেন।

উত্তর-পূর্ব দিকে কোন রঙ করবেন

উত্তর-পূর্ব দিকে কোন রঙ করবেন

আপনার বাড়ি যদি উত্তর-পূর্ব দিকে তাহলে আপনি হলুদ রং ব্যবহার করতে পারেন। এই দিকে এই রঙ সেরা বলে মনে করা হয়। লাল বা কমলা রঙও ব্যবহার করতে পারেন। তবে সবুজ রং কখনোই করবেন না। উত্তরদিক হল জলের দিক। জলের রং নীল। তাই এই দিকে নীল রঙ করা শুভ। কালো রঙ একদমই করবেন না। তাই সাদা এবং রুপালী রঙও খুব শুভ। কখনোই হলুদ রঙ করবেন না। এতে আর্থিক দিকে উন্নতি হয় না এবং এই রঙে মা লক্ষ্মী খুব রেগে যান এবং আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন তাই এই রং এড়িয়ে চলুন।

উত্তর-পশ্চিম দিকে কোন রঙ করা শুভ

উত্তর-পশ্চিম দিকে কোন রঙ করা শুভ

উত্তর-পশ্চিম দিকের উপাদান হল ধাতু। এটির জন্য সেরা রং ব্যবহার করা উচিত । তাই রুপালী রঙ ব্যবহার করা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। হলুদ রঙের এটিতে ভালো কিন্তু অন্যদিকে লাল বা কমলা রঙ আপনি ব্যবহার কখনোই করবেন না, এতে আপনার জীবনে আর্থিক দিকে উন্নতি হবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বেঁধে থাকবে। সুখ পাবেন না।

 দক্ষিণ-পূর্ব দিকে কোন রঙ করবেন

দক্ষিণ-পূর্ব দিকে কোন রঙ করবেন

বাড়ির যেকোনোও কাঠের উপাদানটি বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। যে কোন কাঠের জিনিস। চাইলে আপনি হালকা রঙ বা সবুজ রঙ করতে পারেন। কালো রং ব্যবহার করবেন না। তবে সাদা ও রূপালী রঙও এড়িয়ে চলাই ভালো ।মাঝের অংশটি মাটি এবং সেরা রং তাই সবুজ। বাড়ির পূর্বদিকে কাঠের জিনিস রাখা খুব শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ধনতেরসের দিন শুধু সোনা–রূপো নয়, এই জিনিসগুলি কেনাও খুব শুভধনতেরসের দিন শুধু সোনা–রূপো নয়, এই জিনিসগুলি কেনাও খুব শুভ

English summary
you use yellow color in the north east side of the house its very good say astrology do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X