২০২১ বার্ষিক রাশিফল : বৃষ রাশি
শুধু ভাগ্যের জোরে এই বছরে বহু সমস্যা কাটিয়ে উঠবেন আপনি। নতুন সৃজনশীল ক্ষমতা নিয়ে ২০২১ আপনাকে সুখবর দিতে চলেছে। নিজের কাজের ক্ষেত্রেও খুব ভালো পারফরম্যান্স আসবে আপনার। কেরিয়ারের বৃদ্ধির ক্ষেত্রে এই বছর আপনাকে সুখবর দিতে পারে। তবে ২০২১ এর সেপ্টেম্বর থেকে আপনার দারুন ভালো সময় কাটবে। ২০২১ সালে প্রেম, দাম্পত্যজীবন খুবই সুখে কাটবে। পরিবার থেকে যা আশা করথেন তাইই পাবেন।


ভালোয় মন্দোয় ২০২১ সালের আর্থিক দিক আপনার কাটবে। নিজের সম্পত্তির বাড়ানোর দিকে এগিয়ে যেতেপারেবনে আপনি। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ঋণ নিতে সাবধান।নিজের স্বাস্থ্য়ের বিষয়ে সতর্ক হোন। মহাসংকট আসতে পারে ২০২১ সালে। রাহু ও কেতুর সমবেত প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। তবে বছরের মাঝখান থেকে বৃষ রাশির জাতকদের সময় ভালো কাটবে।
সঙ্গীর থেকে প্রচুর ভালোবাসা পেয়ে থাকবেন আপনারা গোটা বছরে।এবছরের একটা বড় সময় চাপ থেকে মুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান। আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন। যেহেতু তারা এই পৃথিবীর সবথেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্বস্বরূপ। আপনি নিজেই সতেজ অনুভব করবেন। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে।