২০২১ বার্ষিক রাশিফল : ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা ২০২১ সাল প্রেমভাগ্য আপনার তুঙ্গে থাকবে। প্রমের ক্ষেত্রে বড়সড় সাফল্য পেতে পারেন আপনি। গত বছর থেকে নতুন কোন সম্পর্ক তৈরি হলে, তা এই বছরেও আপনি ধরে রাখবেনষ সঙ্গীর যত্ন নিতে আপনার জুড়ে মেলা ভার! সহজেই সঙ্গীর মন জয় করে নিতে পারবেন আপনি।


অর্থ রোজগারের বিভিন্ন দিক খুলে যাবে আগামী সময়ে। তবে ২০২১ সলের শুরু দিকে অর্থ বিনিয়োগ করলে পকেট ভর্তি হওয়ার সম্বাবনা বেশি। বিদেশ থেকেও আর্থিক যোগান আসতে পারে।২০২১ সাল আপনার পক্ষে শুভ। স্বাস্থ্য খাতে বেশি ভাবতে হবে না আপনাকে। তবে পায়ে ব্যথা, চোখে যন্ত্রণা, ঘুমের অভাব লেগে থাকবে। প্রবল মানসিক চাপ যেতে পারে ২০২১ সালে । খাওয়ার অভ্যাস না বদলালে এমন সমস্যা বাড়তে থাকবে।
নিজদের কাজের ক্ষেত্রে আপনারা আর্থিকলাভ প্রবল পরিমাণে পেতে পারেন। অনেক ধরনের খরচ আগামী বছর হতে পারে। তবে তাতে আপনার সঞ্চয়ে প্রভাব পড়বে না।
পরিবারের দিকে আগামী বছর নজর দিন। নিজের সম্পর্কের দিকে নজর দিন ভালোভাবে। এতে আপনার সুখই বাড়বে। যাঁরা অফিসের কর্মী, বা কোনও পরিষেবার কাজে যুক্ত তাঁরা কেরিয়ারে প্রবল উন্নতি দেখতে পাবেন। স্বাস্থ্য এই বছরে আরও ভালো কাটবে। কারোর সঙ্গে ঝগড়া থেকে বিরত থাকুন।