২০১৯ বার্ষিক রাশিফল : সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে দাম্পত্য জীবন সুখের সঙ্গে উপভোগ করবেন। সঙ্গীর খেয়াল রাখার ক্ষেত্রে এঁরা কোনও ভুলচুক করবেন না। তবে, ২০১৯-এ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রকট বলে দাবি করেছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

সিংহ রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে চরম আর্থিক উন্নতি দেখতে চলেছেন। অর্থের উপর কোনও খারাপ প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। একাধিক জায়গা থেকে আপনার অর্থ আমদানি হবে , এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০১৯ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত ভালো কাটতে চলেছে যৌনজীবন ও রোম্যান্টিকতার দিক থেকে। তবে যৌন জীবন নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নিন, নয়তো ২০১৯ সালের মাঝামাঝি সময়ে বিপদে পড়তে পারেন অনেকভাবে।
এই বছর আপনাদের জন্য খুবই ইতিবাচক বছর হিসাবে প্রমাণিত হতে চলেছে। নিজের আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে এই বছর চাকরি জীবনে আপনাকে প্রভুত উন্নতির রাস্তা দেখাবে। পড়াশোনা থেকে চাকরি , সমস্ত দিকেই আপনি পাবেন সম্মান। বিষাদ ঝেড়ে ফেলে দিন। মনঃকষ্ট আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতাড়িত হবেন না, যেকোনও জায়গায় বিনিয়োগ অত্যন্ত যত্নে করবেন। আপনি যাঁর সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনোক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন।