For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খরচ কি বেড়েই যাচ্ছে! অর্থসঞ্চয়ে সঠিক জায়গায় রাখুন বাড়ির 'এসি', কয়েকটি বাস্তু টিপস

হঠাৎই কি বেড়ে যাচ্ছে সংসারের খরচ ? কিছুতেই কি জমাতে পারছেন না টাকা? অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যায় অনেকেই পড়েন।

  • |
Google Oneindia Bengali News

হঠাৎই কি বেড়ে যাচ্ছে সংসারের খরচ ? কিছুতেই কি জমাতে পারছেন না টাকা? অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যায় অনেকেই পড়েন। বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির এসি- (এয়ার কন্ডিশনার)টি কিংবা অফিসের এসি যদি সঠিক জায়গায় না থাকে তাহলে অর্থ সঞ্চয়ের সমস্যা অনেকেরই হয়। এমনই সমস্যা কাটাতে বেশ কয়েকটি টিপস দিচ্ছে বাস্তুশাস্ত্র।

কোথায় এসি রাখলে টাকা খরচা বেশি হয়?

কোথায় এসি রাখলে টাকা খরচা বেশি হয়?

ব্যবসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ক্রমেই বেরিয়ে যাচ্ছে অর্থ। কিছুতেই তা সঞ্চয় করা যাচ্ছে না। তহলে লক্ষ্য রাখুন আপনার বাড়ির এসির দিকে। দক্ষিণের দেওয়ালে এসি রাখলে অর্থ খরচ বেশি হয়।

কোন দিকে রাখবেন না এসি?

কোন দিকে রাখবেন না এসি?

দক্ষিণ পশ্চিমের দেওয়ালে যদি এসি রাখা হয়, তাহলে গৃহস্থেও অর্থ আগমন কমে যায়। পাশাপাশি সঞ্চয়ের পরিমাণও কমে যায়। এমন দিকে বাড়ির এসিটি থাকলে তার কুপ্রভাব পড়ে সংসারে। এমনই মত জ্যোতিষ শাস্ত্রবিদদের।

কোন দিকে একদমই রাখবেন এসি?

কোন দিকে একদমই রাখবেন এসি?

বাড়ির পশ্চিমের দিকে এসি রাখলে সমস্যায় পড়েন গৃহস্থের মানুষ। আযাচিতভাবে সমস্যা আসতে থাকে তাঁদের জীবনে। পাশাপাশি সংসারে আয়ের উপায়ও কমে যায়।

কোনদিকে রাখবেন এসি?

কোনদিকে রাখবেন এসি?

উত্তর, উত্তর-পশ্চিম,দক্ষিণ -পূর্ব, উত্তর পূর্ব ইত্যাদি দিক এসি রাখার পক্ষে ভালো। এই জায়গায় এসি রাখলে সংসারে অর্থ সঞ্চয় যেমন বাড়ে, তেমনই কমতে থাকে খরচের পরিমাণ। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

English summary
Wrong placement of ac can cause money loss and faliure, here are some vasti tips.Air-conditioner has become an inseparable part of our lives. It is no more a luxury commodity; in fact, it is more of a necessity and a mode of comfort in today’s gadget-oriented world. However, an AC can put adverse effects on your mental, physical and financial life if not placed in the proper direction as per Vastu regulations. The proper installation of air conditioner is very important to avoid future mishaps and losses.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X