For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নবরাত্রির সময় এই নিয়মগুলি মেনে ব্রত রাখুন, করবেন না এই ভুলগুলি

‌নবরাত্রির সময় এই নিয়মগুলি মেনে ব্রত রাখুন, করবেন না এই ভুলগুলি

Google Oneindia Bengali News

দুর্গাপুজো ও নবরাত্রি একে অপরের পরিপূরক। শরৎ কালে ভারতের একপ্রান্ত যখন শারদীয়া বা দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে তখন ভারতের অন্যপ্রান্ত মেতে ওঠে নবরাত্রি পালনে।

দেশের অধিকাংশ রাজ্যে নবরাত্রির উৎসব পালন করা হয়। হিন্দু শাস্ত্র মতে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি শক্তির পূজাকেই 'নবরাত্রি' বলা হয়। মা দুর্গার এই নয়টি শক্তি 'নবদুর্গা' নামে পরিচিত। প্রত্যেকটি রুপ আলাদা আলাদা অর্থ বহন করে। এই সময় বিপুল সংখ্যক মানুষ ব্রত রাখেন, ঘট স্থাপনা করেন। কিন্তু কিছু জিনিস না জানার কারণে অনেকে এই পুজোয় কিছু ভুল জিনিস করে বসেন, আর এই জন্য তাঁরা ব্রতের পুরো ফল পান না বা তাঁদের মনোস্কামনা সম্পূর্ণ হয় না। বৃহস্পতিবার থেকে (‌৭ অক্টোবর)‌ শুরু হবে নবরাত্রি এবং আপনিও যদি ব্রত রাখেন তবে এই জরুরি নিয়মগুলি জেনে নিন ও ব্রতের সময় এর পালন করুন।

নবরাত্রি ব্রত করার জরুরি নিয়ম

নবরাত্রি ব্রত করার জরুরি নিয়ম

ব্রত করার অর্থ কেবলমাত্র খাবার না খাওয়া বা অন্ন গ্রহণ না করা নয়, বরং এর অর্থ হল মনও শুদ্ধ রাখতে হয়। ব্রত চলাকালীন, আপনার সমস্ত মনোযোগ নিষ্ঠা সহকারে এবং নিয়ম অনুসারে উপাসনা করলেই ব্রত সম্পন্ন হয়। তাই দয়া করে এই নিয়মগুলো মেনে চলুন।

নবরাত্রির আগে নিয়মানুযায়ী ঘটের স্থাপনা করুন

নবরাত্রির আগে নিয়মানুযায়ী ঘটের স্থাপনা করুন

নবরাত্রি চলাকালীন রোজ সকালে তাড়াতাড়ি স্নান করে পরিস্কার পোশাক পরুন আর তারপর পুজার স্থানও পরিস্কার করুন। এরপর রোজ নিয়ম মেনে পুজো করুন। সকাল বাদে সন্ধ্যাতেও ঘিয়ের প্রদাপ জ্বালিয়ে আরতি করুন।

অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখুন

অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখুন

যদি অখণ্ড জ্যোতি প্রজ্বলিত হয়, তাহলে ৯ দিনের জন্য চব্বিশ ঘণ্টা প্রজ্বলিত রাখার যথাযথ ব্যবস্থা করুন। শেষ দিন পুজোর পর এটি নিভিয়ে ফেলবেন না, বরং এটি নিজে থেকেই ঠান্ডা হতে দিন।

সপ্তসতীর পাঠ

সপ্তসতীর পাঠ

দিনে যখনই সময় পাবেন দুর্গা সপ্তসতীর পাঠ করুন আর মন্ত্র জপ করুন।

 ফলাহার করুন

ফলাহার করুন

ব্রতের সময় ফলাহার করবেন। ভুল করেও আমিষ খাবার খাবেন না।

 শুদ্ধ মনে করুন পুজো

শুদ্ধ মনে করুন পুজো

মা দুর্গা তাঁদের ওপরই কৃপা করেন যাঁদের মনও শুদ্ধ হয়। তাই ব্রতের সময় না রাগ করবেন আর না কারোর প্রতি বাজে শব্দ ব্যবহার করবেন।

চুল–নখ কাটতে নেই, খেতে হয় নিরামিষ

চুল–নখ কাটতে নেই, খেতে হয় নিরামিষ

এই সময় চুল ও নখ কাটবেন না। দাড়ি-গোফ কাটা থেকেও বিরত থাকুন। নবরাত্রি পালনের এই সময়ে নিরামিষ পদই বাড়িতে খাওয়া হয়। আবার কেউ কেউ ন'দিন ধরে নির্জলা উপোসও করেন।

 নয়টি রূপের পুজো

নয়টি রূপের পুজো

এই নবরাত্রির সময় দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। শুদ্ধমনে এই নয়দিন সব নিয়ম মেনে যদি পুজো করেন তবে মা দুর্গা আপনার সব ইচ্ছা পূরণ করবেন। তবে এই সময় ভুলেও কারোর অপমান করবেন না।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
worship according to these rules during navratri do not make these mistakes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X