For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণেশ পুজোয় ব্যবহার হয় না এই উপকরণটি, নেপথ্যে গণেশের প্রেম কাহিনি

গণেশ পুজার আচার আচরণও অনেক রকমের। এই পুজোতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও, ব্যবহৃত হয়না তুলসী পাতা। তার নেপথ্যেও রয়েছে এক কাহিনি।

  • |
Google Oneindia Bengali News

গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গণেশ পুজা। গণেশকে কোথাও মণ্ডপে এনে পুজো করা হয়, কোথাও বা বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। গণেশ পুজার আচার আচরণও অনেক রকমের। এই পুজোতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও, ব্যবহৃত হয়না তুলসী পাতা। তার নেপথ্যেও রয়েছে এক কাহিনি।

[আরও পড়ুন:আপনি কি বাড়িতে গণেশ পূজা করেন, তাহলে এই তথ্যগুলি জেনে রাখা ভালো][আরও পড়ুন:আপনি কি বাড়িতে গণেশ পূজা করেন, তাহলে এই তথ্যগুলি জেনে রাখা ভালো]

তুলসী ও হিন্দু পূজারীতি

তুলসী ও হিন্দু পূজারীতি

হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় তুলসী সবচেয়ে পবিত্র গাছ। প্রতিদিন বহু গৃহস্থেই পুজো করা হয় তুলসীকে। ভগবান বিষ্ণুর পূজায় তুলসীর মাহাত্ম অপরিসীম। কিন্তু গণেশের পুজোয় কখনোই ব্যবহার করা হয় না তুলসী।

গণেশ ও তুলসীর পৌরাণিক কাহিনি

গণেশ ও তুলসীর পৌরাণিক কাহিনি

কথিত আছে, এক সময়ে তুলসী মহিলা রূপে ভগবান বিষ্ণুর উপাসনা করতেন। একমাত্র বিষ্ণু ছাড়া তিনি কারোর আরাধনা করতেন না। এমন সময়ে একদিন তিনি গণেশের কাছে যান যখন গণেশ ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে গিয়ে গণেশকে বিয়ের প্রস্তাব দেন তুলসী।

তুলসীকে যা বললেন গণেশ

তুলসীকে যা বললেন গণেশ

গণেশ প্রত্যুত্তরে তুলসীকে জানান, তিনি ব্রহ্মচারী । তাই কিছুতেই তুলসীকে বিয়ে করতে পারবেন না তিনি। এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন তুলসী।

তুলসীর অভিশাপ

তুলসীর অভিশাপ

গণেশের কাছ থেকে এমন কথা শুনে ক্ষুব্ধ তুলসী গণেশকে অভিশাপ দেন যে ,একদিন জোর করেই গণেশকে বিয়ে করতে হবে।

গণেশের অভিশাপ

গণেশের অভিশাপ

তুলসীর কাছ থেকে এই ধরণের অভিশাপ পেয়ে ক্রোধ চেপে রাকতে পারেন না গণেশ। প্রত্যুত্তরে তিনি বলেন, তুলসীকেও একদিন দুর্ভাগ্যবসত একজন রাক্ষসকে বিয়ে করতে হবে। আর সেই জন্মের পরবর্তী জন্মে তুলসীকে গাছ হয়ে জন্মাতে হবে।

অভিশাপ সত্যি হল

অভিশাপ সত্যি হল

গণেশের অভিশাপের ফলে শঙ্খচুড় নামের এক রাক্ষসের সঙ্গে বিয়ে হয় তুলসীর। এরপর পরের জন্মে গাছ হিসাবে জন্ম নেয় তুলসী। গাছ রূপে তুলসীর জন্মের পর মর্ত্যলোক জুড়ে সমাদরে পুজিত হয় তুলসী।

 গণেশ পুজায় ব্যবহৃত হয় না তুলসী

গণেশ পুজায় ব্যবহৃত হয় না তুলসী

পৌরাণিত এই কথা অনুযায়ী, গণেশের পুজায় বহুবিধ জিনিস ব্যবহার হলেও , শাস্ত্র মতে কিছুতেই ব্যবহার করা হয় না তুলসী পাতা।

English summary
lord ganesha is worshipped before doing any auspicious work or writing a book or doing any pooja ceremony. it is believed that lord ganesha has the power of removing any obstruction. even lord shiva and lord vishnu have worshipped ganesha at times to get their work done.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X