For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূতচতুর্দশীতে কেন ১৪ প্রদীপ দেওয়া হয়! আজ কতক্ষণ রয়েছে এই তিথি, জেনে নিন

বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম হল কালীপুজো। আলোর রোশনাইয়ে মনের কালিমা ঘোচাবার উৎসবের মধ্য দিয়েই পালিত হয় এই মাতৃ আরাধনা। কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী।

  • |
Google Oneindia Bengali News

বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম হল কালীপুজো। আলোর রোশনাইয়ে মনের কালিমা ঘোচাবার উৎসবের মধ্য দিয়েই পালিত হয় এই মাতৃ আরাধনা। কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। কার্তিক মাসের অমাবস্যায় চতুদর্শীর দিনের এই রীতি পালনে ঘরে ঘরে দেওয়া হয় ১৪ প্রদীপ। ১৪ প্রদীপ নিয়ে শাস্ত্র কী বলছে? আজ এই ভূত চতুর্দশীর তিথিই বা কতক্ষণ থাকছে? জেনে নিন।

কতক্ষণ থাকছে আজ ভূত চতুর্দশীর তিথি?

কতক্ষণ থাকছে আজ ভূত চতুর্দশীর তিথি?

৬ নভেম্বর রাত ১০: ২৭ মিনিট পর্যন্ত থাকছে ভূত চতুর্দশীর তিথি। ফলে আজ রাত দশটা পর্যন্ত এই ১৪ প্রদীপে বাড়ি সাজিয়ে তুলতে পারবেন সকলেই।

১৪ প্রদীপ কেন সাজানো হয়?

১৪ প্রদীপ কেন সাজানো হয়?

শাস্ত্র মতে, পূর্বপুরুষের উদ্দেশে ভূত চতুর্দশীর দিন ১৪ টি প্রদীপ বাড়ির বিভিন্ন অংশে সাজানো হয়। মনে করা হয়, এদিন পূর্বপুরুষের উর্জা নেমে আসে পৃথিবীর বুকে। আর তাঁদের কাছ থেকে আর্শীবাদ লাভেই সাজানো হয় ১৪ টি প্রদীপ।

মোমবাতি নয় প্রদীপ !

মোমবাতি নয় প্রদীপ !

শাস্ত্র বলছে, ভূতচতুর্দশীর দিন ১৪ টি মোমবাতির জায়গায় সরষের তেল সহযোগে যদি প্রদীপ দান করা যায়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। (ছবি সৌজ্ন্য: বোসপুকুর ইয়ং সার্কেল ক্লাব)

কোন মন্ত্র জপ করতে হয়?

কোন মন্ত্র জপ করতে হয়?

প্রদীপের মুখ বাড়ির পশ্চিম দিকে রেখে, জপ করতে হবে এই মন্ত্র- নম পিতৃভ্যে প্রেতেভ্যে নমো ধর্মায় বিষ্ণবে । নম ধূম্রায় রুদ্রায় কান্তার প্রত্যয়ে নমঃ।

English summary
Why bhoot chadurshi is celebrated with 14 diyas, know the tithi and timing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X