For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন চোখ কাঁপে?‌ শুভ–অশুভ কিসের ইঙ্গিত দেয়?‌ জেনে নিন কি বলছে সমুদ্র শাস্ত্র‌

কেন চোখ কাঁপে?‌ শুভ–অশুভ কিসের ইঙ্গিত দেয়?‌ জেনে নিন কি বলছে সমুদ্র শাস্ত্র‌

Google Oneindia Bengali News

অনেক সময়ই অনেকের মুখে শুনে থাকবেন যে চোখ ফড়ফড় করছে বা কাঁপছে। যদি কোনওদিন কারোর চোখ ফড়ফড় করে তাহলে এটাকে শুভ ও অশুভর সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। অনেকে এটা মনে করেন যে চোখের ফড়ফড়ানো বা কাঁপার অর্থ আগাম কোনও ঘটনাকে সূচিত করা। সামুদ্রিক শাস্ত্র অনুসারে (‌মুখমণ্ডল তথা সম্পূর্ণ শরীরের অধ্যয়ন বিদ্যা)‌ মহিলা ও পুরুষ দু’‌জনের চোখ কাঁপার আলাদা আলাদা অর্থ হয়। সামুদ্রিক শাস্ত্র অনুসারে, পুরুষদের ডান চোখের কাঁপা শুভ বলে মনে করা হয় এবং মহিলাদের জন্য বাঁ চোখ কাঁপা শুভ বলে বিশ্বাস করা হয়।


ডান চোখের কাঁপা

ডান চোখের কাঁপা

সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যদি কোনও পুরুষের ডান চোখ ফড়ফড় করে তাহলে এটা তাঁর জন্য শুভ সঙ্কেত বহন করে নিয়ে আসে। বলা হয় যে তাঁর সব ইচ্ছা পূরণ হয়ে যায়। এর সঙ্গে, ওই ব্যক্তির পদোন্নতি বা ধন লাভও হয়। কিন্তু যদি কোনও মহিলার ডান চোখ ফড়ফড় করে তবে তা অশুভ সঙ্কেত হয়। বিশ্বাস করা হয় যে ওই মহিলার কাজ বিগড়োতে পারে।

 বাঁ চোখ কাঁপা

বাঁ চোখ কাঁপা

অন্যদিকে আবার বাঁ চোখ কাঁপা কোনও মহিলার জন্য শুভ বলে মনে করা হয়। বলা হয় যে বাঁ চোখ কাঁপার অর্থ সোনা-রূপোর গয়না পাওয়ার সঙ্কেত হতে পারে। বিপরীতে আবার যদি কোনও পুরুষের বাঁ চোখ কাঁপে তাহলে তাঁর লোকসান হতে পারে। তাঁর কোনও শত্রু তাঁকে লোকসান করতে পারে।

চোখের সমস্যা

চোখের সমস্যা

তবে চোখে অনেক সময় মাংসপেশী সংক্রান্ত সমস্যা হওয়ার ফলেও চোখ কাঁপতে থাকে। যদি দীর্ঘ সময় ধরে আপনার চোখ কাঁপতে থাকে, তবে একবার হলেও চোখের পরীক্ষা করিয়ে নিন। হতেই পারে আপনার চোখে চশমা লাগতে পারে অথবা চশমার নম্বরও বদলাতে পারে।

 কোনও অশান্তি

কোনও অশান্তি

চূড়ান্ত কোনও মানসিক চাপের কারণে আপনার চোখও কাঁপতে পারে। বিশেষ করে যখন মানসিক চাপের কারণে আপনি শান্তিতে ঘুমাতে পারেন না এবং আপনার ঘুম সম্পূর্ণ হয় না, তখন চোখ কাঁপার সমস্যা হতে পারে।

 ক্লান্তি

ক্লান্তি

অতিরিক্ত ক্লান্তির কারণে চোখেও সমস্যা হয়। এ ছাড়া চোখের ক্লান্তি বা দীর্ঘক্ষণ কম্পিউটার, ল্যাপটপে কাজ করার কারণেও এই সমস্যা হতে পারে। এর জন্য চোখের বিশ্রাম দেওয়া প্রয়োজন।

চোখে শুকিয়ে যাওয়া

চোখে শুকিয়ে যাওয়া

চোখে শুষ্কতা থাকলেও চোখ কাঁপার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া চোখে অ্যালার্জি, জল পড়া, চুলকানি ইত্যাদি সমস্যা থাকলেও চোখ কাঁপতে পারে।

পুষ্টি

পুষ্টি

শরীরে ম্যাগনেসিয়ামের অভাবে চোখ কাঁপতে পারে। এ ছাড়া অতিরিক্ত কফি বা মদ্যপান করলে এই সমস্যার জন্ম দেয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
why do eyes flick what do the good and the bad indicate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X