For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে হবে আগামী সূর্যগ্রহণ? জেনে নিন দিনক্ষণ ও গুরুত্বপূর্ণ তথ্য

কবে হবে আগামী সূর্যগ্রহণ? জেনে নিন দিনক্ষণ ও গুরুত্বপূর্ণ তথ্য

Google Oneindia Bengali News

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যে কোনও গ্রহণের ক্ষেত্রেই তার সরাসরি প্রভাব পড়ে সকল মানুষের জীবনের উপর। এবং সেই হিসেবে গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা বলেই মনে করা হয় জ্যোতিষ মতে। চলতি মাসেই এই সবে হয়ে গেল চন্দ্র গ্রহণ। আর এর আগে এপ্রিলে হয়ে গিয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। কিন্তু এই দুটি গ্রহণ ছাড়াও চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে সংগঠিত হতে চলেছে আরও দুটি গ্রহণ। যার মধ্যে একটি সূর্যগ্রহণ এবং অপরটি চন্দ্র গ্রহণ। জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের পর পরবর্তী সূর্যগ্রহণ কবে হবে, এবং এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


পরবর্তী গ্রহণ

পরবর্তী গ্রহণ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই বছরের ক্যালেন্ডার দেখে জানা যাচ্ছে যে, ২০২২ সালে আগামী গ্রহণ হতে চলেছে ২৫ অক্টোবর। এবং এটি হতে চলেছে একটি সূর্যগ্রহণ। অর্থাৎ হিসেব মত এটি চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। জ্যোতিষশাস্ত্রে, গ্রহণের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। যখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তখনই তা দেশ ও বিশ্বকে প্রভাবিত করে। এর সঙ্গে সমস্ত রাশির লোকেরাও এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। এর শুভ প্রভাব কিছু রাশির উপর দেখা যায় এবং কিছু রাশির উপর এর অশুভ প্রভাবও দেখা যায়। ঠিক সেই মতই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের প্রভাবও পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর।

আগামী সূর্যগ্রহণের নির্ঘণ্ট

আগামী সূর্যগ্রহণের নির্ঘণ্ট

জ্যোতিষ নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার হতে চলেছে এই বছরের অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। ভারতে দ্বিতীয় সূর্যগ্রহণও আংশিক গ্রহণ হবে। সূর্যগ্রহণ ২৫ অক্টোবর মঙ্গলবার হবে। এটি শুরু হবে বিকেল ৪টে বেজে ২৯ মিনিট থেকে, এবং যা চলবে ৫টা ৪২ মিনিট পর্যন্ত। ভারত ছাড়া ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং আটলান্টিকা ইত্যাদি জায়গায় দেখা যাবে এই গ্রহণ। ভারতে আংশিক গ্রহণ হবে, সেই কারণে এই গ্রহণের পূর্ণ সূতক সময় বৈধ হবে না। একই সময়ে, পরবর্তী চন্দ্রগ্রহণ ঘটবে পূর্ণিমার দিনে।

 বছরের প্রথম সূর্যগ্রহণ

বছরের প্রথম সূর্যগ্রহণ

প্রসঙ্গত, চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ ছিল একটি আংশিক সূর্যগ্রহণ, যা গত ৩০ এপ্রিল, শনিবার সংগঠিত হয়েছিল। এই সূর্যগ্রহণের প্রভাব দক্ষিণ-পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং অ্যান্টার্কটিকায় অনুভূত হয়েছিল। ভারতে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা না যাওয়ার ফলে বৈধ হয়নি সূতক সময়।

 বছরের প্রথম চন্দ্রগ্রহণ

বছরের প্রথম চন্দ্রগ্রহণ

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণের মাত্র ১৫ দিনের মাথাতেই ঘটেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। সম্প্রতি ১৬ মে পূর্ণিমার দিন হয়েছে বপছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগরে দেখা গেছে। ভারতে এই গ্রহণ দেখা যায়নি, ফলে সূতক সময় কাজ করেনি।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

চাকরি বা ব্যবসায়ে অগ্রগতি পাওয়ার জন্য করুন এই সামান্য উপায়, লাভ হবে অপার ধন সম্পত্তিচাকরি বা ব্যবসায়ে অগ্রগতি পাওয়ার জন্য করুন এই সামান্য উপায়, লাভ হবে অপার ধন সম্পত্তি

English summary
when will be the next solar eclipse held on this year 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X