
কোন ঘরে শনি অবস্থান করলে জীবন সুখের হয়, জানেন
শনিই একমাত্র গ্রহ যা কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মের দাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। বলা হয় যারা ভালো কাজ করেন শনি তাদের ভালো ফলই দেন। আর যারা খারাপ কাজ করেন তাদের শনি কুদৃষ্টি দিয়ে থাকেন। যাদের শনি খারাপ দৃষ্টি দিয়ে থাকেন তারা অনেক সময় রাজা থেকে ফকির পর্যন্ত হয়ে যান। কোনও কাজেই তারা সফলতা পান না। তাছাড়া শনির সাড়েসাতি, ধাইয়ার মতো মহাদশায় পড়েন তাঁদের জীবনে অনেক অসুবিধা আসে, যা কাটিয়ে ওঠা খুব কঠিন হয়ে পড়ে।

যারা শনির মহাদশায় পড়েন, তাঁদের কী অসুবিধায় পড়তে হয়
যারা শনির মহাদশার মধ্যে পড়েন তাঁদের ব্যক্তিদের শারীরিক, মানসিক ও আর্থিকভাবে কষ্ট পেতে হয়। সেই সঙ্গে যাদের ওপর শনির কৃপা থাকে তাঁদের জীবন সুখের হয়। সকল কাজে তারা সাফল্য পান। জন্মকুন্ডলীতে শনির উপস্থিতিকে শুভ বলে মনে করা হয়, যদি এই গ্রহ শুভ স্থানে তখন তাকে ভালো বলে মনে করা হয়। জেনে নিন কোন ঘরে শনি থাকলে তা খুব শুভ।

সপ্তম ঘরে শনি থাকলে কী লাভ হয়
জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে রাশির ব্যক্তিদের সপ্তম ঘরে শনি অবস্থান করছে, তাঁদের জীবন খুব সুখের হবে। এই সময়ে সেই সকল ব্যক্তির ব্যবসায় লাভের মুখ দেখবেন। চাকরিতে পদোন্নতি পাবেন। সেই সাথে সমাজে সম্মান বাড়বে। যদি কেউ নতুন ব্যবসা শুরু করেন, তাও খুব ভালো। তাছাড়া পারিবারিক ও দাম্পত্য জীবন বেশ সুখের হবে।

বিবাহিতদের জন্য শনি কী শুভ
তবে, জ্যোতিষশাস্ত্রে জন্ম কুণ্ডলীতে শনির সপ্তম ঘরে থাকায় ব্যবসা-চাকরি ইত্যাদির জন্য শুভ বলে মনে করা হলেও কোনও ব্যক্তির বিবাহিত জীবনের জন্য শনি কিন্তু একেবারেই শুভ নয়। সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে একজন ব্যক্তির বিবাহিত জীবনে খুব সমস্যা আসতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে। যে সকল ব্যক্তির শনি দুর্বল তখন তাঁদের অনেক অসুবিধার মধ্যে পড়তে। দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকে। আর যারা অবিবাহিত তাঁদের বিয়ের সম্ভাবনা খুব কম থাকে। যারা ভালোবাসার সম্পর্কে যুক্ত তাঁদের প্রেমের সম্পর্কে ব্যাঘ্যাত ঘটতে পারে। তাই শনি কৃপা পেতে প্রতি শনিবার করে শনিদেবের পুজো দিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
হলহারিণী অমাবস্যা কী! এই দিনে কোন কোন কাজ করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট থাকেন?