For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনার থার্ড ওয়েভ আসবে কবে, দিন-ক্ষণ বলে দিলেন বিখ্যাত জ্যোতিষী

ভারতে করোনার থার্ড ওয়েভ আসবে কবে, দিন-ক্ষণ বলে দিলেন বিখ্যাত জ্যোতিষী

Google Oneindia Bengali News

করোনার সেকেন্ড ওয়েভ চলে গিয়েছে। এবার থার্ড ওয়েভ আসন্ন প্রায়। কিন্তু ঠিক কবে থার্ড ওয়েভ আসবে তা সুনির্দিষ্ট করে এখনই কেউ জানাতে পারেননি। বিখ্যাত জ্যোতিষী নরসিমা রাও কিন্তু জানিয়ে দিলেন ভারতে কখন আসবে করোনার থার্ড ওয়েভ। তিনি জানিয়েছেন ২০২১ সালেই আসতে চলেছে সেটি। এবং ডিসেম্বর মাস থেকেই দেশে শুরু হয়ে যাবে করোনার ভয়ঙ্কর থার্ড ওয়েভ।

কবে আসছে থার্ড ওয়েভ

কবে আসছে থার্ড ওয়েভ

২০২১ সালের ডিসেম্বর মাসেই ভারতে আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ। এমনই দাবি করেছেন বিখ্যাত জ্যোতিষী নরসিমা রাও। আমেরিকা এবং ভারতে সবচেয়ে ভয়াবহ এবং সংক্রামক হবে করোনার থার্ড ওয়েভ সেই সতর্কতাও দিয়েছেন তিনি। করোনার নতুন মিউটেশন থার্ড ওয়েভ নিয়ে আসবে বলে দাবি করেছেন তিনি। সেটা আরও ঘাতক হবে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন নরসিমা রাও।

সতর্ক থাকার বার্তা

সতর্ক থাকার বার্তা

করোনার থার্ড ওয়েভ থেকে সুরক্ষিত থাকতে কড়া বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিেয়ছেন তিনি। নিজেদের বাঁচাতে নভেম্বর থেকেই যেন সকলে মাস্ক পরা বাধ্যতামূলক হিসেবে মনে করেণ। নইলে আরও ভয়ভঙ্কর হবে করোনা সংক্রমণ। ২০২১-র ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থার্ড ওয়েভের ধাক্কা থাকবে ভারতে। তাই এখন থেকে সতর্ক হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। করোনার সেকেন্ড ওয়েভ নিয়েও ভবিষ্যৎবানী করেছিলেন তিনি। মে মাসে করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা চরমে উঠবে বলে জানিয়েছিলেন নরসিমা রাও।

করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভাবিয়ে তুলেছে গবেষকদের। ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্ট ৬০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করেছেন গবেষকরা। ব্রিটেনে প্রথম এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল। এর আবার মিউটেশন তৈরি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে উদ্বেগে রয়েছেন গবেষকরা। ভারতেও এই ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।

থার্ড ওয়েভের প্রস্তুতি

থার্ড ওয়েভের প্রস্তুতি

করোনা সংক্রমণের থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ ভয়ঙ্কর হবে এমনই জানিয়েছেন গবেষকরা। তাৎ আগাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ভারত। হাসপাতালগুলিতে এনএনইউ-র সংখ্যা বাড়ানো হয়েছে। অক্সিজেন উৎপাদনে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিশুদের টিকার ট্রায়াল রান চলছে দ্রুত গতিতে।

English summary
When Coronavirus Third wave hit India predict astrologer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X