For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি থেকে অর্থভাগ্য, সবদিক তুঙ্গে রাখতে কার্তিক মাস জুড়ে পালন করুন এই নিয়মগুলি

  • |
Google Oneindia Bengali News

কার্তিক মাস জুড়ে একাধিক নিয়মাবলী পালন করলে তা অর্থভাগ্য তুঙ্গে রাখে। এমনই দাবি করেন শাস্ত্রজ্ঞরা। বিভিন্ন শাস্ত্রজ্ঞরা বলছেন , শুধু অর্থভাগ্য তুঙ্গে রাখতেই নয়, বরং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বা চাকরির উন্নতিতে একাধিক নিয়ম পালন করা যায় কার্তিক মাসে। একনজরে দেখে নেওয়া যাক, কার্তিক মাসে কোন কোন নিয়ম পালন করলে তা আর্থিক উন্নতি ঘটাবেই।

 প্রদীপ জ্বালানো

প্রদীপ জ্বালানো

কার্তিক মাসের সূচনা লগ্ন থেকেই যদি আকাশ প্রদীপ রাখা যায় তাহলে তা সুফল দিতে পারে। শুধু তাই নয়, বাড়ির দরজার সামনেও যদি প্রদীপ রাখা যায় , তাহলে কার্তিক মাস জুড়ে তা সুফল দিয়ে থাকবে।

প্রেম বিষয়ক শুভ কাজ কখন করবেন?

প্রেম বিষয়ক শুভ কাজ কখন করবেন?


অনেকেই বলে থাকেন প্রেম বা বিয়ে বিষয়ক শুভ কাজ কার্তিক মাসে করা য়ায় না। তবে কার্তিক মাসের বিকেলের পর যেকোনও সময় বিয়ের কথা বা প্রেমের প্রস্তাবের জন্য ভালো বলে মনে করা হয়।

 চাকরি পেতে হলে কী করবেন?

চাকরি পেতে হলে কী করবেন?

কার্তিক মাসে তুলসীর পুজো করা লাভজনক। গোটা কার্তিক মাস জুড়ে তুলসীর পুজো করলে সৌভাগ্যের উন্নতি কেউ রুখতে পারবে না। এছাড়াও চাল রাখার জায়গায় একটি করে তুলসী পাতা রাখলে চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকে বলে দাবি অনেকের।

 গণেশের পুজো কার্তিক মাসে

গণেশের পুজো কার্তিক মাসে


কার্তিক মাসে গণেশের পুজো করার পরামর্শ অনেকেই দিচ্ছেন। তাঁদেরমতে কার্তিক মাস জুড়ে গণপতি পুজোয় মেলে অভিষ্ট ফল। মনের যাবতীয় ইচ্ছ মিটে যায় গণপতি পুজোয়।

English summary
what to do in Karthik month to get rich and lucky.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X