For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুকাল কী, এই সময়ে কোন কোন কাজ করা খুব অশুভ, দেখুন

রাহুকাল কী, এই সময়ে কোন কোন কাজ করা খুব অশুভ, দেখুন

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রায় প্রত্যেকদিনই এমন অনেক সময় থাকে যেগুলো কিন্তু শুভ কাজ করা যায় না। ঠিক তেমনি রাহুকালকেও খুব অশুভও বলে মনে করা হয়। এসময় কোনও শুভ কাজ করা যায় না। জ্যোতিষশাস্ত্রে রাহুকে আমরা ছায়া গ্রহ বলেই জানি। যদি কোনও ব্যক্তি রাহু কালে কোনও শুভ কাজ করেন তাহলে তার তার সেকাজে সাফল্য আসে না। তাকে নানান বাধার সম্মুখীন হতে হয়। জানুন রাহুকালের সময়ে কখন।

রাহুকাল কী

রাহুকাল কী

রাহুকে রাহুকালের শাসকগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আর এই সময়ে কখনোও শুভ কাজ করতে নেই। তাহলে জীবনে আপনার সাফল্য আসবে না। প্রতিদিনই প্রায় দেড় ঘণ্টার জন্য রাহুকাল থাকে।সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝখানের সময়ের অষ্টম অংশকে বলা হয় রাহুকাল।

কোন কোন দিন বিশেষভাবে মানবেন

কোন কোন দিন বিশেষভাবে মানবেন

তবে রাহুকাল প্রত্যেক দিনই আলাদা আলাদা হয়। বিশেষ করে মঙ্গলবার, শনিবার এবং রবিবার রাহুকাল মেনে কাজ করা উচিত, না হলে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। রাহু কালের সময় এমন অনেক কাজ আছে সেগুলি না করাই ভালো। জেনে নিন কোন কোন কাজ এসময় করবেন না।

 ব্যবসা শুরু করবেন না

ব্যবসা শুরু করবেন না

রাহুকালের সময় নতুন ব্যবসা, নতুন প্রকল্প বা নতুন কোন কাজ আপনি শুরু করবেন না। এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাছাড়া কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিলেও কোন কাগজে সই করবেন না। পারলে রাহুকাল এড়িয়ে সেই কাগজে সই করার চেষ্টা করুন।

 শুভ কাজ করবেন না

শুভ কাজ করবেন না

রাহুকালের সময় গৃহপ্রবেশ, বিবাহ বাগদান এগুলি না করাই ভালো। এগুলি যদি আপনি রাহু কালের সময় করেন তাহলে কখনোই সেই কাজগুলি আপনার শুভভাবে সম্পন্ন হবে না।

সম্পত্তি কিনবেন না

সম্পত্তি কিনবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয় রাহুকালের সময় নতুন সম্পত্তি, যানবাহন, গয়না, জিনিসপত্র লেনদেন একদমই করবেন না।

হনুমান চাল্লিশা পাঠ করুন

হনুমান চাল্লিশা পাঠ করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ আপনি রাহুকালে করেন তখন প্রথম হনুমানজির পুজো করবেন। হনুমান চল্লিশা পাঠ করবেন। তারপর সেই প্রসাদ খাবেন । হনুমান চালিসায় বলা আছে সব ব্যথা দূর হবে, যিনি হনুমান চাল্লিসা রোজ পাঠ করেন তার জীবনে কখনোই অসুবিধায় পড়তে হয় না।

কাজের জন্য বাইরে গেলে কী করবেন

কাজের জন্য বাইরে গেলে কী করবেন

আপনি রাহুকালের সময় বাড়ি থেকে বাইরে আপনাকে কোন কাজের জন্য বেরোতেই হয় তাহলে বাড়ির প্রধান দরজা থেকে বের হওয়ার আগে উল্টোদিকে দশবার হাঁটুন, তবেই কিন্তু আপনি বাড়ি থেকে বের হবেন।

 এগুলি খেয়ে বেরোন

এগুলি খেয়ে বেরোন

যদি আপনি রাহু কালের সময় কোথাও ঘুরতে যান, তাহলে দই, পান, মিষ্টি খেয়ে তবেই বাড়ি থেকে বের হবেন। এতে আপনার উপর থেকে রাহুর অশুভ প্রভাব চলে যাবে এবং যে কাজে আপনি যাচ্ছেন বা ভ্রমণে যদি যান সেখানে গেলে আপনার সাফল্যমেলার সম্ভাবনা থাকবে।

 শিবের পুজো করুন

শিবের পুজো করুন

জ্যোতিষশাস্ত্রে রাহু কালে যেকোনও শুভ কাজ করা নিষিদ্ধ। ভগবান শিবের পুজো করা হয় এই দিনে। যে সকল ব্যক্তির কালসর্প দোষ আছে, তা কিন্তু দূর হয়। যদি আপনি রাহুকালে শিবের পুজো করেন তাহলে আপনার কালসর্প দোষ দূর হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

মাঘ পূর্ণিমায় তৈরি হচ্ছে বিরল যোগ, জানুন স্নানের শুভ সময় সম্পর্কে মাঘ পূর্ণিমায় তৈরি হচ্ছে বিরল যোগ, জানুন স্নানের শুভ সময় সম্পর্কে

English summary
what is rahu kaal at this time do not do these things say astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X