For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন কোন জিনিস হাত থেকে পড়া 'অশুভ', জ্যোতিষ মতে কিছু টিপস

কোন কোন জিনিস হাত থেকে পড়া 'অশুভ', জ্যোতিষ মতে কিছু টিপস

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে হাত থেকে বাসন পড়ে গেল তা বাড়িতে অতিথি আসার বার্তা দেয়। আমাদের নিত্যদিন এমন কিছু ঘটনা ঘটে যার কোনও না কোনও 'মানে' শাস্ত্র মতে থেকে যায়। বহু ঘটনাই আমাদের অজান্তে ঘটে যায়, যা বড়সড় তাৎপর্য রেখে যায়। একনজরে দেখা যাক, সেই সমস্ত জিনিস যা বাড়িতে হাত থেকে পড়ে গেলে অশুভ বলে মনে করা হয়।

খাবার জিনিস হাত থেকে পড়া

খাবার জিনিস হাত থেকে পড়া

শাস্ত্র মতে গোলমরিচ হাত থেকে পড়লে তা খুব একটা সুখদায়ক অনুভূতি বাড়ির জন্য আনে না। বলা হয়, গোলমরিচ হাত থেকে পড়লে তাতে বাড়ির কোনও সদস্যের অসুস্থতার বার্তা লোকানো থাকে।

মুখের গ্রাস পড়লে

মুখের গ্রাস পড়লে

কোনবও খাবার যা মুখে তোলা হচ্ছে, বা রান্না করা কোনও খাবার পড়ে যাওয়া গার্হস্থ্যের পক্ষে ভালো নয়। এমনকি খাবার ছুঁড়ে ফেলাও সংসারের পক্ষে ক্ষতিকর দিক। এতে দাম্পত্য অশান্তি বাড়ে।

সাবধানতা কোন জিনিসে রাখতে হবে?

সাবধানতা কোন জিনিসে রাখতে হবে?

শাস্ত্র অনুযায়ী, ঠাকুরঘরের জিনিস বা ঠাকুরের কোনও বাসনপত্র যদি হাত থেকে পড়ে , তাহলে তা খারাপ সময়ের ইঙ্গিত দেয়। এক্ষেত্রে যাতে ঠাকুর ঘরের পুজোর সামগ্রী ধীরে সুস্থে নিয়ে যাওয়া হয়, সেদিকে সাবধানতা সকলকে অবলম্বন করতে হবে।

আর কোন জিনিস হাত থেকে পড়া ঠিক নয়?

আর কোন জিনিস হাত থেকে পড়া ঠিক নয়?

শাস্ত্র বলছে, হাত থেকে নুন বা নুনের কৌটো পড়ে যাওয়া ঠিক নয়। এছাড়াও দুধ বা দুগ্ধজাত জিনিস যাতে হাত থেকে না পড়ে তার দিকে নজর দিতে হবে। এছাড়াও বলা হয়, দানা শস্য হাত থেকে পড়তে থাকলে তা মোটেও শুভ ঘটনা নয়। এই ঘটনা অশনি সংকেতের শামিল বলেও মত অনেকের।

ভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, পরের দফায় অভিযুক্ত জওয়ানদের মোতায়েন নয়, কমিশনে অভিযোগ তৃণমূলেরভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, পরের দফায় অভিযুক্ত জওয়ানদের মোতায়েন নয়, কমিশনে অভিযোগ তৃণমূলের

English summary
What are the things that are inauspecious if its falls from Hand , know according to Astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X