For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের দিন লাল বেনারসিই কেন নবধূকে পরানো হয়! শাস্ত্র মতে এতে কী লাভ হয়

বিয়ের দিন লাল বেনারসিই কেন নবধূকে পরানো হয়! শাস্ত্র মতে এতে কী লাভ হয়

  • |
Google Oneindia Bengali News

বৈশাখ মাস থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। বিয়ের মরশুম মানেই কেনাকাটা শুরু। তবে করোনার আবহে কেনাকাটার হিড়িক এখন অনেকটাই কম মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে কম সময়ে বিয়ের কেনাকাটা নিয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। দেখে নেওয়া যাক বেনারসি নিয়ে তাঁরা কী বলছেন?

ইচ্ছাশক্তি

ইচ্ছাশক্তি

বিয়ে মানেই নতুন একটা জীবন শুরু করা। আর নতুন জীবনের জন্য় নতুন জীবনী শক্তি অত্যন্ত প্রয়োজন। এজন্য ইচ্ছাশক্তিকে ভর দিয়ে এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে লাল বেনারসি অত্যন্ত জরুরি।

শক্তির প্রতীক

শক্তির প্রতীক

লাল রঙ শক্তির প্রতীক। শাস্ত্রজ্ঞরা বলছেন, বেনারসির রঙ যত গাঢ় লাল হবে তত বেশি অন্তরের শক্তি জোটাতে পারবেন মহিলারা। এতে তাঁদের দাপট সংসারে বজায় থাকে বলে মত অনেক শাস্ত্রজ্ঞের।

 ক্রোধ ও বিপ্লব

ক্রোধ ও বিপ্লব

লাল রঙকে বিদ্রোহ বিপ্লবের প্রতীক বলে মানা হয়। সংসার জীবন থেকে দাম্পত্যের মধ্যে প্রবেশ করতে চলা মহিলাদের মধ্যে খারাপকে পাল্টে দি.য়ে ভালো করার ভাবনা থাকে। সেই জায়গা থেকে এই রঙ অত্যন্ত কার্যকরী মহিলাদের জন্য।

 ভালোবাসা

ভালোবাসা

লাল রঙ ভালোবাসার প্রতীক। তাই এই রঙের বেনারসি নববধূকে পরালে তা দাম্পত্য জীবনকে সুখী করে বলে মত অনেকের। এতে দাম্পত্য প্রেম বাড়ে বলেও মত একাধিক বিশেষজ্ঞের।

 'আম্ফানে’র পর কি আরও এক মহাপ্রলয় আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে কী ইঙ্গিত 'আম্ফানে’র পর কি আরও এক মহাপ্রলয় আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে কী ইঙ্গিত

English summary
Wedding astrology, Why brid wear red saree on marriage day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X