For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যবসায় সাফল্য আনতে মেনে চলুন এই বিষয়গুলি, জেনে নিন কিছু বাস্তু টিপস

প্রত্যেকেই নিজের পেশাগত জীবনে সাফল্য চান। কারণ পেশার সাফল্য মানেই অর্থাগম। চাকুরীরত ব্যক্তিদের ক্ষেত্রে মাস গেলে উপার্জনের নির্দ্দিষ্ট অঙ্ক থাকলেও ব্যবসার ক্ষেত্রে সবসময়ে নির্দ্দিষ্ট অঙ্কের টাকা পাওয়

Google Oneindia Bengali News

প্রত্যেকেই নিজের পেশাগত জীবনে সাফল্য চান। কারণ পেশার সাফল্য মানেই অর্থাগম। চাকুরীরত ব্যক্তিদের ক্ষেত্রে মাস গেলে উপার্জনের নির্দ্দিষ্ট অঙ্ক থাকলেও ব্যবসার ক্ষেত্রে সবসময়ে নির্দ্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া যায় না । ব্যবসায় যতটা চড়াই উতরাই ততটাই থাকে ঝুঁকি। ব্যবসায় সমস্যা কাটিয়ে ওঠার কিছু সহজ টিপস দিচ্ছে বাস্তুশাস্ত্র।

[আরও পড়ুন:তুলসী গাছ নিয়ে বাস্তু টিপস, যা চাকরি পেতে , ধনসম্পত্তি বাড়াতে সাহায্য করবে][আরও পড়ুন:তুলসী গাছ নিয়ে বাস্তু টিপস, যা চাকরি পেতে , ধনসম্পত্তি বাড়াতে সাহায্য করবে]

[আরও পড়ুন:বাংলা নতুন বছর ১৪২৫ কেমন কাটবে! কী বলছে আপনার রাশিফল,জানুন][আরও পড়ুন:বাংলা নতুন বছর ১৪২৫ কেমন কাটবে! কী বলছে আপনার রাশিফল,জানুন]

মূল দরজা

মূল দরজা

ব্যবসার ক্ষেত্রে যেখানে মূল দফতর তার , মূল দরজা ঘিরে কিছু গাছ সাজিয়ে রাখুন। কর্মীরা যাতে দক্ষিণ পশ্চিম দিকে বসেন,সেই ব্যবস্থা করতে হবে দফতরে। পাশাপাশি কর্মী থেকে ব্যবসার মালিক সকলকে উত্ত পূর্বে মুখ করে কাজ করার পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র।

রপ্তানী আমদানীর সঙ্গে জড়িতরা কী করবেন?

রপ্তানী আমদানীর সঙ্গে জড়িতরা কী করবেন?

যাঁরা রপ্তানী আমদানীর ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাঁরা উত্তর পশ্চিমদিকে মুখ করে কাজ কর্ম করুন।এতে ব্যবসার প্রসার হবে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের। যদি আলোচনার জন্য আলাদা কোনও ঘরের কথা ভাবেন তাহলে তা পূর্বদিকের কোনও ঘরকে বেছে নিন।

কিছু বাস্তু টিপস ব্যবসার সাফল্য নিয়ে

কিছু বাস্তু টিপস ব্যবসার সাফল্য নিয়ে

ব্যবসার জন্য বাছাই করা দফতরে ইলেকট্রিক্যাল জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে দক্ষিণ পূর্ব দিকে। আর কম্পিউটার যদি রাখতে ব্য়বসায়িকস্থানে তাহলে তা উত্তরদিকে মুখ করে রাখার পরার্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

অর্থ সংক্রান্ত জায়গা

অর্থ সংক্রান্ত জায়গা

দফতরটিতে ক্যাশিয়ারের বিভাগটি তৈরি করুন উত্তর দিকে মুখ করে। গুদামের জন্য বেছেনিন দক্ষিম পশ্চিম দিককে। আর ওয়াশরুম রাখুন উত্তর পশ্চিমে।

কেমন ধরনের জমি কিনবেন?

কেমন ধরনের জমি কিনবেন?

ব্যবসার জন্য প্রয়োজনীয় জমি কিনতে হলে, শেরামুখী প্লট কেনার পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। এই ধরনের প্লটগুলি সামনের দিকটা চওড়া হয়। আর শেষের দিকটা ছুঁচল হয়। তবে নজর রাখতে হবে, দফতরের মূল দরজার সামেন যেন কোনও বড় বিল্ডিং না থাকে।

কারখানা কোনদিকে হবে ?

কারখানা কোনদিকে হবে ?

যদি উৎপাদনব শিল্পের সঙ্গে জড়িত থাকে আপনার ব্যবসা তাহলে , কারখানটি উত্তর পশ্চিম দিকে নির্মাণ করুণ। আপনার ব্যবসায়িক সাফল্য কেউ আটকাতে পারবে না।

English summary
Vatsu tips for success in Business.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X