For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেনশন, দুঃশ্চিন্তা থেকে মুক্তি পেতে কয়েকটি বাস্তু টিপস

গৃহস্থে চাপা টেনশন , দুঃখ দূর করতে বাড়ির মধ্যভাগ ফাঁকা রাখতে হবে।

Google Oneindia Bengali News

প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বাস্তুশাস্ত্র একটিবড় ভূমিকা পালন করছে। নিত্যদিনের ব্য়স্ত জীবনে, কংক্রিটের শহরে , এই বাস্তুশাস্ত্র নানা পন্থায় বিভিন্ন সমস্যা কাটাবার চেষ্টা করে চলেছে। বিশেষজ্ঞরা বলেন, বাস্তুশাস্ত্র একটি বিজ্ঞান। যে বিজ্ঞানের সূত্র ধরে নানা রকমের সমস্য়া প্রাকৃতিগত কিছু পন্থায় কাটানো সম্ভব। দেখে নেওয়া যাক, টেনশেন, দুঃশ্চিন্তা থেকে মুক্তি দিতে কী কী উপায় রয়েছে বাস্তুশাস্ত্রে।

[আরও পড়ুন:নেতিবাচকতা কাটাতে পাত্রে রাখা জলকে এভাবে ব্যবহার করুন, বলছে বাস্তুশাস্ত্র][আরও পড়ুন:নেতিবাচকতা কাটাতে পাত্রে রাখা জলকে এভাবে ব্যবহার করুন, বলছে বাস্তুশাস্ত্র]

[আরও পড়ুন:বাংলা নতুন বছর ১৪২৫ -এ আপনার প্রেমভাগ্য কোন দিকে এগোবে, জানুন রাশিফল কী বলছে][আরও পড়ুন:বাংলা নতুন বছর ১৪২৫ -এ আপনার প্রেমভাগ্য কোন দিকে এগোবে, জানুন রাশিফল কী বলছে]

ঘরের অদলবদল

ঘরের অদলবদল

বাড়িতে পড়ে থাকা নোংরা , ফেলনা আসবাব ও বাসন পত্র সরিয়ে ফেলতে হবে। বাড়ির উত্তরপূর্ব কোণ পরিস্কার রাখার সঙ্গে সঙ্গে তার অনেকটা জায়গা ফাঁকা রাখার বন্দোবস্ত করতে হবে। আর তাতেই বাড়িতে আসবে শান্তি, কমবে টেনশন।

বাড়ির মধ্যভাগ কেমন রাখতে হবে?

বাড়ির মধ্যভাগ কেমন রাখতে হবে?

গৃহস্থে চাপা টেনশন , দুঃখ দূর করতে বাড়ির মধ্যভাগ ফাঁকা রাখতে হবে। ফাঁকা অর্থাৎ সেখানে যেন বেশি আসবাব জিনিসপত্র না রাখা হয়। সেই বিষয়টির ওপর নজর রাখতে হবে। পাশাপাশি, শোওয়ার ঘরে খাটের বিপরীতে কোনওভাবেই আয়না রাখা চলবে না।

খাটের ধরন কেমন হবে?

খাটের ধরন কেমন হবে?

বেডবক্স ধরনের খাট বাড়িতে না রাখাই ভালো বলে পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। চার পায়ের খাটই সব সময় উপযুক্ত বলে মত বাস্তুশাস্তরকারদের। পাশাপাশি , আধশোয়া অবস্থায় যাতে হেলান দেওয়া যায় সেরকম খাটই আবশ্যক গৃহস্থে শান্তির জন্য।

বিছানার চাদরের রঙ

বিছানার চাদরের রঙ

বাস্তুবিদরা বলছেন , বিছানার চাদর শোয়ার সময় সাদা হওয়া বাঞ্ছনীয়। বেডরুমে ভালো গন্ধ ছড়িয়ে রাখা ভালো পন্থা, যার মাধ্যমে সহজেই চিন্তা ভাবনা, দুঃশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে। আর শোয়ার সময় বিছানার নিচে সব সময় একটি পাত্রে জল রেখে শোওয়া মঙ্গলজনক বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

স্টাডি রুম কেমন হবে ?

স্টাডি রুম কেমন হবে ?

বাড়ির উত্তরে ছেলে মেয়ের জন্য় স্টাডি রুম রাখুন। আর নজর রাখুন আপনার সন্তান েন টেবিল চেয়ারেই পড়াশোনা করে। উত্তদিকে মুখ করে পড়াশোনা স্বাস্থ্যকর বলে দাবি বাস্তুশাস্তরবিদদের। স্টাডি রুমের দেওয়াল যেন হলুদ রঙের হয় সেদিকেও নজর রাখুন।

খাওয়ার সময় কোনদিকে মুখ করা উচিত?

খাওয়ার সময় কোনদিকে মুখ করা উচিত?

পরিবারের সকলে মিলে যখন খাওয়া দাওয়া করবেন, তখন উত্তর দিকে মুখ করুন। আর রান্না করার সময় পূর্বদিকে মুখ করে রান্না করা উচিত। বাড়ির রান্নাঘর য়েন উত্র পূর্বমুখী হয়,সেদিকে কড়া নজর রাখতে হবে। এমনই দাহবি বাস্তুশাস্ত্রের।

অ্যাকোয়ারিয়াম কোথায় রাখবেন?

অ্যাকোয়ারিয়াম কোথায় রাখবেন?

বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখুন উত্তর পূর্ব দিকে । অ্যাকোয়ারিয়াম না থাকলে কোনও পাত্রে জল রেখে তা উত্তর পূর্ব দিকে রেখে দিন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এতে কমে যাবে টেনশন ও দুশ্চিন্তা।

English summary
Vastu tips to remove tension and stress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X