For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি 'প্রাইভেট টিউশন'-এর সঙ্গে জড়িত! সাফল্যের জন্য জেনে নিন কিছু বাস্তু টিপস

সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব অপরিসীম। এক পড়ুয়ার জীবন গড়ে তোলার মধ্যে লুকিয়ে থাকে তাঁদের স্বার্থকতা।

  • |
Google Oneindia Bengali News

সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব অপরিসীম। এক পড়ুয়ার জীবন গড়ে তোলার মধ্যে লুকিয়ে থাকে তাঁদের স্বার্থকতা।

যুগের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে প্রাইভেট টিউটারদের ওপর ভরসা। আর বাস্তুশাস্ত্র বলছে, পড়ুয়াদের সাফল্য ও প্রতিষ্ঠানের সাফল্যের জন্য প্রাইভেট টিউশন ঘিরে কয়েকটি বাস্তটিপস রইল।

কোন ঘরে পড়াবেন?

কোন ঘরে পড়াবেন?

আপনি যদি প্রাইভেটে শিক্ষকতা করেন তাহলে, উত্তর পূর্ব বা উত্তরের দিকে ঘরে বসেন পড়ান। এতে আপনার ছাত্রদের সাফল্য আসতে বাধ্য বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

[আরও পড়ুন:কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখছেন! পড়ুয়াদের সাফল্যের জন্য কয়েকটি বাস্তু টিপস][আরও পড়ুন:কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখছেন! পড়ুয়াদের সাফল্যের জন্য কয়েকটি বাস্তু টিপস]

পড়ার ঘরটি কেমন হবে?

পড়ার ঘরটি কেমন হবে?

যে ঘরে পড়ুয়ারা বসবে, সেই ঘরটির সঙ্গে পূর্বদিকে মুখ করে রাখতে হবে দরজা। অর্থাখ ঘরটির পূর্ব দিকে যেন দরজা থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

[আরও পড়ুন:বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র][আরও পড়ুন:বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র]

কোন দিকে জায়গা ফাঁকা রাখবেন?

কোন দিকে জায়গা ফাঁকা রাখবেন?

পড়ার ঘরে উত্তর ও পূর্বদিকে একটুখানি জায়গা ছেড়ে দিতে হবে। বাস্তুশাস্তরবিদদার বলছেন এতে সুবিধা পাবেন পড়ুয়ারা।

বাড়ির সামনে ফাঁকা জায়গা

বাড়ির সামনে ফাঁকা জায়গা

বাড়ির সামনে ফাঁকা জায়গা রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদদার। মূলত যে ঘরটিতে পড়ানো হচ্ছে, সেই ঘরটির সামনে যেন ফাঁকা জায়গা থাকে, সেই ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা।

[আরও পড়ুন:পিতৃপক্ষের শুরু আজ থেকে , এই সময়ের গুরুত্বপূর্ণ বিধি ও আচার জেনে নিন][আরও পড়ুন:পিতৃপক্ষের শুরু আজ থেকে , এই সময়ের গুরুত্বপূর্ণ বিধি ও আচার জেনে নিন]

English summary
Institutes should be designed in such a way that students reading there can concentrate on their studies and career prospects properly. Institute can vary from educational to vocational organization to impart academic training and every such institute requires proper analysis so as to secure goodwill and results. Vastu of an educational institution is also necessary to make the ambience peaceful, progress of students and to achieve higher standards in terms of professionalism and goodwill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X